অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০২
অভিবাসীদের ফেরত নিতে অস্বীকার করলে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করা হবে বলে হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, আমি প্রত্যেক অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠাবো। কোনো দেশ নিতে অস্বীকার করলে তাদের সাথে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেব। একইসাথে তাদের উপর চড়া শুল্ক আরোপ করব।
মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর এই সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ হুমকি দেন।
এর আগে যুক্তরাষ্ট্রের গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ অভিবাসীদের তাড়ানোর বিষয়ে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এই হুমকি দিয়েছেন তিনি।
দ্বিতীয় বারের মতো টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার-২০২৪ নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তার ঐতিহাসিক প্রত্যাবর্তনের স্বীকৃতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত করেছে ম্যাগাজিনটি।
এর আগে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো টাইমের বর্ষসেরা ব্যক্তির খেতাব পেয়েছিলেন তিনি।
সূত্র : এনডিটিভি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা