১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরো ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরো ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা - ছবি : নয়া দিগন্ত

মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইউক্রেনের জন্য নতুন করে আরো ৫০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যভার গ্রহণের আগে ওয়াশিংটন কিয়েভকে শক্তিশালী করার জন্য এ সহায়তা ঘোষণা করে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার চলমান আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষার জরুরিভাবে প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামের জন্য আরেকটি উল্লেখযোগ্য প্যাকেজ এটি।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ঘোষিত প্যাকেজের মধ্যে রয়েছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, আর্টিলারি গোলাবারুদ, ড্রোন, সাঁজোয়া যান, রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল এবং পারমাণবিক হামলা থেকে রক্ষার অন্যান্য সরঞ্জাম।

রিপাবলিকান বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্ভবত ইউক্রেনে সহায়তা কমিয়ে দেবে। প্রায় তিন বছর আগে রাশিয়ার আক্রমণের পর থেকে ওয়াশিংটন ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছে।

এই মাসের শুরুতে ইউক্রেনের নিরাপত্তার জন্য আমেরিকা নতুন করে ৭২ কোট ৫০ লাখ মার্কিন ডলার পরে ৯৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের সামরিক সহযোগিতা ঘোষণা করে।

ট্রাম্প বারবার কিয়েভের জন্য মার্কিন সহায়তার সমালোচনা করেছেন। তাই বিদায়ী মার্কিন প্রশাসন ইউক্রেনে যতটা সম্ভব সাহায্য দিতে কাজ করছে।

বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, প্রসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার আগে যতটা সম্ভব ইউক্রেনকে সহায়তা করতে।

২০২২ সালে রাশিয়া আগ্রাসন শুরু করার পর ইউক্রেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভকে সমর্থন দেয়ার জন্য একটি জোট গঠন করে।

ইউক্রেনের আন্তর্জাতিক সমর্থকরা তখন থেকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র, গোলাবারুদ, প্রশিক্ষণ এবং অন্যান্য সুরক্ষা সহায়তা প্রদান করেছে যা কিয়েভকে রাশিয়ান বাহিনীকে প্রতিরোধ করতে সহায়তা করেছে।

সূত্র : এএফপি/বাসস


আরো সংবাদ



premium cement
সাকিবের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে ডুয়েটের ১৪ শিক্ষার্থীর সাজা সিলেট যেন মিছিলের নগরী এক বছরের ব্যবধানে ফের অবসরে ইমাদ ওয়াসিম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : শামসুল ইসলাম সাভারে দিন-দুপুরে চলন্ত বাসে ডাকাতি বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি হেফাজত আমিরের ব্রিটিশরা ভারতবর্ষের কতটা আর্থিক ক্ষতি করে গেছে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম খান বিচার বিভাগকে সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করতে হবে : সাকি

সকল