এক দিনে দেড় হাজার মার্কিনির সাজা মাফ করলেন বাইডেন
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ডিসেম্বর ২০২৪, ২২:৪৯, আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ২২:৫৯
এক দিনে ১৫০০ মার্কিনির সাজা মাফ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউজ জানিয়েছে, যাদের ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কোভিড-১৯ মহামারি চলাকালীন গৃহবন্দি করে রাখা হয়েছিল। এছাড়া তাদের মধ্যে ৩৯ জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন।
প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টারকে ক্ষমা করার দুই সপ্তাহ পর এই ঘোষণা দেয়া হলো।
হোয়াইট হাউজ বিবৃতিতে আরো বলেছে, বাইডেনের এই ঘোষণায় পরিবার থেকে আলাদা হয়ে যাওয়াদের পুনর্মিলন ঘটানো, সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বাড়ানো এবং বিচ্ছিন্নদের পরিবারে ফিরিয়ে আনার প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে।
সূত্র : নিউইয়র্ক টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা