০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

জাপানে ইউএস স্টিল বিক্রিতে বাধা দেবেন ট্রাম্প!

উএস স্টিলের মন ভ্যালি ওয়ার্ক্স ক্লেয়ারটন কারখানা - ছবি : ভয়েস অব আমেরিকা

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন তিনি জাপানি প্রতিষ্ঠান নিপ্পন স্টিলের ইউএস স্টিলকে অধিগ্রহণের পরিকল্পনায় ‘বাধা’ দেবেন। ঋণ পরিশোধসহ এই বিক্রয় চুক্তির মোট মূল্যমান প্রায় ১৫ বিলিয়ন ডলার।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে লেখেন, ‘একটি বিদেশী প্রতিষ্ঠান, জাপানের নিপ্পন স্টিল যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ও এক কালের বলিষ্ঠ প্রতিষ্ঠান ইউএস স্টিলকে কিনে নেয়ার উদ্যোগ নিয়েছে। আমি একেবারেই এই উদ্যোগের পক্ষে নই।’

তিনি বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে (ইউএস স্টিলকে) কর প্রণোদনা (দিয়ে) ও (প্রতিপক্ষদের বিরুদ্ধে) শুল্ক আরোপ করে ইউএস স্টিলকে শক্তিশালী ও বলিষ্ঠ করে তুলব এবং খুব দ্রুতই এটা হবে! প্রেসিডেন্ট হিসেবে আমি এই চুক্তি কার্যকর হতে দেব না।’

ট্রাম্পের মন্তব্যের পর নিপ্পন স্টিল বলছে, তারা ‘ইউএস স্টিলকে সুরক্ষিত রাখতে ও এর প্রবৃদ্ধি অব্যাহত রাখতে অঙ্গীকারবদ্ধ এবং তারা এমনভাবে এই কাজগুলো করবে যা সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের শিল্প খাত, অভ্যন্তরীণ সরবরাহ শৃঙ্খলের সহনশীলতা ও জাতীয় নিরাপত্তাকে আরো শক্তিশালী করবে।’

গত মাসে যুক্তরাষ্ট্রের নির্বাচনের কয়েক দিন পর নিপ্পন স্টিল বলেছিল তারা এ বছর শেষ হওয়ার আগেই এবং প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় থাকতেই প্রতিষ্ঠানটিকে কিনে নেয়ার প্রক্রিয়া শেষ করতে চায়।

তবে বাইডেনও এই চুক্তির বিরোধিতা করে বলেন, ইউএস স্টিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমেরিকান ইস্পাত প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকা ও এর দেশের ভেতরেই এর মালিকানা ও কার্যক্রম সীমাবদ্ধ রাখা।

২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন।

নির্বাচনী প্রচারণায় ট্রাম্প সুনির্দিষ্ট করে নিপ্পনের কাছে ইউএস স্টিল বিক্রির বিষয়টি ঠেকানোর প্রতিশ্রুতি দেন। এটি গুরুত্বপূর্ণ পেনসিলভ্যানিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠান।

বিশ্লেষকরা বলেন, নির্বাচনে জয়লাভ করলে ট্রাম্পের অবস্থান নমনীয় হতে পারে। কিন্তু সোমবারের এক বিবৃতিতে এর বিপরীতধর্মী ইঙ্গিত পাওয়া গেছে।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল