ইসরাইলে আজানের উপর নিষেধাজ্ঞা, নিন্দা মার্কিন মুসলিম কমিউনিটির
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ ডিসেম্বর ২০২৪, ১৪:৩১
ইসরাইলি কর্তৃপক্ষ সম্প্রতি মসজিদে আজান দেয়া নিষিদ্ধ করেছে। এ ঘটনায় দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর) তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক নিহাল আওয়াদ এক বিবৃতিতে এই নিন্দা জানান।
তিনি বলেন, আসলে মসজিদ, চার্চ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ধর্মীয় গ্রন্থের বিষয়ে হস্তক্ষেপ করা ইসরাইলের দীর্ঘদিনের পরিকল্পিত ‘ফিলিস্তিনি সংস্কৃতি মুছে ফেলা প্রকল্পেরই’ অংশ।
তিনি আরো বলেন, ইসলাম ও খ্রিস্টবাদের বিরুদ্ধে জায়নবাদীদের যুদ্ধংদেহী মনোভাবই মূলত গাজায় চালানো গণহত্যার অন্যতম প্রেরণা।
এ সময় তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলি সরকারকে সহযোগিতার মাধ্যমে তাদের ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করার প্রতি সমর্থন দিয়েছেন।
তিনি ফিলিস্তিনিদের উপর চালানো এই গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে একত্রে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান।
সূত্র : আল জাজিরা