২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পর্ণো তারকাকে অর্থ দেয়ার মামলা খারিজের আবেদনের অনুমতি পেলেন ট্রাম্প

পর্ণো তারকাকে অর্থ দেয়ার মামলা খারিজের আবেদনের অনুমতি পেলেন ট্রাম্প - সংগৃহীত

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ প্রেক্ষাপটে অতীতে এক পর্নো তারকাকে চুপ থাকার জন্য গোপনে অর্থ প্রদান-সংক্রান্ত ৩৪টি গুরুতর অভিযোগে ফৌজদারি মামলা খারিজ করার আবেদনের জন্য নিউইয়র্কের একজন বিচারক অনুমতি দিয়েছেন তাকে। মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়।

নিউইয়র্ক স্টেট সুপ্রিমকোর্টের বিচারপতি হুয়ান মারচান ট্রাম্পের সাজা ঘোষণার আনুষ্ঠানিক বিলম্ব করেছেন। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের কার্যালয়ের প্রসিকিউটররা এই সপ্তাহে মারচানকে ৭৮ বছর বয়সী ট্রাম্পের চার বছরের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত মামলার সমস্ত কার্যক্রম মুলতবি করার বিষয়টি বিবেচনা করতে বলেছিলেন।

রিপাবলিকান ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দেখিয়েছেন, মামলাটি অবশ্যই খারিজ করা উচিত। কারণ তিনি প্রেসিডেন্ট থাকাকালীন এটি তার ওপর চাপিয়ে দেয়া তার শাসন ক্ষমতার ক্ষেত্রে ‘অসাংবিধানিক বাধা’ সৃষ্টি করবে।

ব্র্যাগের কার্যালয় বলেছে, তারা খারিজের বিরুদ্ধে তর্ক করবে, তবে তিনি সম্মত হন যে লিখিত প্রস্তাবের মাধ্যমে যুক্তি দেয়ার জন্য ট্রাম্পের সময় প্রাপ্য।

শুক্রবার মারচেন ট্রাম্পকে আবেদন দাখিলের জন্য ২ ডিসেম্বরের সময়সীমা বেঁধে দেন এবং প্রসিকিউটরদের জবাব দেয়ার জন্য ৯ ডিসেম্বর পর্যন্ত সময় দেন। বিচারক সাজা ঘোষণার জন্য নতুন তারিখ নির্ধারণ করেননি বা কতক্ষণ কার্যক্রম স্থগিত থাকবে তা নির্দেশ করেননি। ট্রাম্পের আবেদনের বিষয়ে তিনি কখন রায় দেবেন সে বিষয়েও মারচান কোনো ইঙ্গিত দেননি।

ট্রাম্পের প্রচারণা শিবির এবং ব্র্যাগের কার্যালয়ের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

২০১৬ সালের নির্বাচনের আগে চুপ থাকার জন্য পর্ণো তারকা স্টর্মি ড্যানিয়েলকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন। ঘুষ প্রদানের কারণ এই তারকার দাবি ছিল ট্রাম্পের সাথে এক দশক আগে তার যৌন মিলন হয়, যা ট্রাম্প অস্বীকার করে আসছেন।
সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement