২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এবার শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা করলেন ট্রাম্প

- ছবি : ভয়েস অব আমেরিকা

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে শিক্ষামন্ত্রী হিসেবে লিন্ডা ম্যাকমোহনকে মনোনয়ন দিয়েছেন।

বুধবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের আগের মেয়াদে ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের প্রধান হিসেবে কাজ করেন লিন্ডা। একইসাথে তিনি ওয়ার্ল্ড রেসলিং অ্যান্টারটেইনমেন্টকে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে নেতৃত্ব দেয়ার জন্য সুপরিচিত।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘লিন্ডা তার কয়েক দশকের নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা এবং শিক্ষা ও ব্যবসা খাতের গভীর জ্ঞান কাজে লাগিয়ে পরের প্রজন্মের আমেরিকান শিক্ষার্থী ও শ্রমিকদের ক্ষমতায়ন করবেন এবং আমেরিকাকে শিক্ষা খাতে এক নম্বর দেশে পরিণত করবেন।”

তিনি বিবৃতিতে আরো বলেন, ‘আমরা শিক্ষাকে আবারো যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনবো এবং লিন্ডা এই উদ্যোগের নেতৃত্ব দেবেন।’

মঙ্গলবার দিনের প্রথমভাগে ট্রাম্প ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারী হাওয়ার্ড লুৎনিককে তার নতুন প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেন।

৬৩ বছর বয়সী এই ধনকুবের ট্রাম্পের ট্রানজিশন টিমের কো-চেয়ার। জানুয়ারির ২০ তারিখ ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন। এরপর লুৎনিক শীর্ষ পর্যায়ের সরকারি চাকরি পেতে ইচ্ছুক অসংখ্য মানুষকে যাচাই-বাছাই করার কাজে প্রেসিডেন্টকে সহায়তা করবেন। সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পের প্রতি সরবে সমর্থন জানিয়েছেন তিনি।

সিনেটের অনুমোদন পেলে লুৎনিক প্রেসিডেন্টের অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এছাড়া, মঙ্গলবার সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকএইড সার্ভিসেস নামের সংস্থার প্রশাসকের দায়িত্ব পেয়েছেন দীর্ঘদিন টেলিভিশনের সঞ্চালক হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন ড. মেহমেত অজ। এই সংস্থাটি সরকারের দু’টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বীমা কর্মসূচির দেখভাল করে। একটি বয়স্ক আমেরিকানদের জন্য এবং অপরটি দরিদ্রদের জন্য। ট্রাম্প ২০২২ সালে পেনসিলভ্যানিয়ায় সিনেটর পদে অজকে সমর্থন জানালেও তিনি জয়লাভ করতে ব্যর্থ হয়েছিলেন।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement