২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জরুরি অবস্থা জারি করে আমেরিকা থেকে শরণার্থী তাড়াবেন ট্রাম্প!

ডোনাল্ড ট্রাম্প - ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে পা রেখেই মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সমাজমাধ্যমে এমন সম্ভাবনার কথা ভাসিয়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এক জন রক্ষণশীল সমাজকর্মী। নিজেই সেই পোস্ট সমাজমাধ্যমে শেয়ার করেন ট্রাম্প। তার পর সম্মতিসূচক মন্তব্য হিসেবে লেখেন ‘ইয়েস’।

পোস্টটিতে বলা হয়েছে, ট্রাম্প জাতীয় জরুরি অবস্থা ঘোষণার তোড়জোড় শুরু করেছেন এবং তিনি অবৈধ শরণার্থীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন। অবৈধ শরণার্থীদের আমেরিকা ছাড়া করতে ট্রাম্প প্রয়োজনে সেনা নামাতে পারেন বলেও ওই পোস্টে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের আগে গোটা প্রচার পর্বে অভিবাসন এবং শরণার্থী সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন অবৈধ শরণার্থীদের দেশছাড়া করবেন। এ-ও বলেছিলেন যে নির্বাচনে জিতলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন। সুরক্ষিত করবেন কলকারখানা, দফতরের কর্মীশ্রেণির আমেরিকানদের আর্থিক নিরাপত্তা। ফল বলছে, সেই প্রচার প্রভাব ফেলেছে ভোটে।

ভোটের ফলাফল বলছে, দোলাচলে থাকা আমেরিকার সাতটি প্রদেশ (সুইং স্টেটস)-এর মধ্যে সব ক’টিতেই জয়ী হয়েছেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। তার আগেই জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে বড় ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 


আরো সংবাদ



premium cement