প্রতিনিধি পরিষদেরও জয়ের দাবি রিপাবলিকানদের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ নভেম্বর ২০২৪, ১৩:৩৯, আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ১৩:৪৬
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদেও জয়ের দাবি করেছে রিপাবলিকান পার্টি। মোট ৪৩৫টি আসনের মধ্যে তারা ২১৮টি আসনে জয় নিশ্চিত করেছে। পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য এই সংখ্যক আসনই প্রয়োজন।
এই জয়ের ফলে রিপাবলিকানরা কেবল কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল না, সেইসাথে সরকারের গুরুত্বপূর্ণ সকল বিভাগে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো। এমনকি সুপ্রিম কোর্টেও রিপাবলিকানদের ৬-৩-এ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
গত ৫ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান পার্টির নেতা এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হন। তিনি বিপুল ব্যবধানেই ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পরাজিত করেন।
প্রতিনিধি পরিষদের ফলাফল নিয়ে হাউস স্পিকার মাইক জনসন বলেন, 'আমরা ঐক্যবদ্ধভাবে লড়েছি, দৃঢ়প্রতিজ্ঞ থেকেছি, আমেরিকা ফার্স্ট অ্যাজেন্ডা বাস্তবায়নে প্রস্তুত হয়েছি।'
নানা বাধ্যবাধকতা, তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং বিপুল সংখ্যক প্রার্থীর কারণে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনে বেশি সময় লাগে।
ট্রাইফেকটা তথা হাউস, সিনেট ও হোয়াইট হাউসে নিয়ন্ত্রণ লাভের ফলে রিপাবলিকানরা এখন তাদের সব পরিকল্পনা বাস্তবায়নে সহজ সুযোগ পাবে। তবে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে অন্তঃকোন্দল। ২০২১ ও ২০২৩ সালে ডেমোক্র্যাটিক পার্টিরও ট্রাইফেকটা ছিল। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলে তারা স্থবির হয়ে পড়েছিল।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা