০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

ট্রাম্পের নির্বাচন বিজয় ছিল ব্যাপক এবং জোরালো

ডোনাল্ড ট্রাম্প - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ছিল ব্যাপক এবং প্রশ্নাতীত। এই জোরালো জয়ের মাধ্যমে তিনি হোয়াইট হাউসে নতুন চার বছর মেয়াদের জন্য নির্বাচিত হলেন।

নভেম্বর মাসের ৫ তারিখের আগে জাতীয় পর্যায়ের জনমত জরিপগুলোতে দেখা যায় যে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ট্রাম্প থেকে সামান্য এগিয়ে, হয়তো এক বা দুই শতাংশ।

জরিপগুলো ইঙ্গিত করে, যে সাতটি রাজ্যকে নির্বাচন বিশ্লেষকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড বা ‘সুইং স্টেট’ হিসেবে গণ্য করছিলেন, সেগুলোতে ডেমোক্র্যাট দলের হ্যারিস এবং রিপাবলিকান দলের ট্রাম্প প্রায় সমান সমান অবস্থানে ছিলেন।

কিন্তু ট্রাম্প এই সাতটি রাজ্যই দখল করে নেন, যার ফলে রাজ্য-ভিত্তিক ইলেক্টরাল কলেজ ভোটে হ্যারিসের ২২৬-এর বিপরীতে তিনি ৩১২টি পেয়ে ব্যাপক হারে জয়ী হন।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণ করে এই ইলেক্টরাল কলেজ। এখানে মোট ৫৩৮ ভোট রয়েছে। জয়লাভের জন্য প্রার্থীর প্রয়োজন ২৭০।

সাতটি সুইং স্টেটে ট্রাম্পের জয়ের ব্যবধান ছিল উইসকনসিনে ১ শতাংশ থেকে অ্যারিজোনায় ৬ শতাংশের বেশি।

তিনি যখন ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন, তখন ৭৮-বছর বয়সী ট্রাম্প হবেন দেশের দ্বিতীয় প্রেসিডেন্ট যার দ্বিতীয় মেয়াদ প্রথম মেয়াদের পরেই আসেনি। এর আগে ১৮৯০-এর দশকে গ্রোভার ক্লিভল্যান্ড চার বছর বিরতির পর দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছিলেন।

ডোনাল্ড ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রার্থী যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

তবে শুধু ইলেক্টরাল কলেজ ভোট না, সারা দেশে জনগণের দেয়া মোট ভোটে– বা পপুলার ভোট– ট্রাম্প জয়ী হয়েছেন। কুড়ি বছরে– ২০০৪ সালে জর্জ ডব্লিউ বুশের পর– ট্রাম্পই প্রথম রিপাবলিকান প্রার্থী যিনি পপুলার ভোটেও জয়ী হলেন।

শেষ ভোটগুলোর গণনা এখনো চলছে, কিন্তু ট্রাম্প ইতোমধ্যেই পরিষ্কারভাবেই জয়ী হয়েছেন। তিনি এ পর্যন্ত প্রায় সাড়ে সাত কোটি পপুলার ভোট পেয়েছেন, আর হ্যারিস পেয়েছেন সাত কোটি এক লাখের একটু কম।

অর্থাৎ, ট্রাম্প পপুলার ভোটের ৫০.৫ শতাংশ পেয়েছেন, আর তার বিপরীতে কমলা হ্যারিস পেয়েছেন ৪৭.৯ শতাংশ।

ট্রাম্প ২০২০ সালে যখন জো বাইডেনের কাছে পরাজিত হন, তখন তিনি সাত কোটি ৪০ লক্ষ ভোট পেয়েছিলেন, যা তার ২০২৪ সালের ভোট সংখ্যার প্রায় সমান। কিন্তু কমলা হ্যারিস যা ভোট পেয়েছেন তা বাইডেনের থেকে প্রায় এক কোটি কম।

যুক্তরাষ্ট্রে যারা জনমত জরিপ পরিচালনা করেন, তারা প্রায় বলতে পছন্দ করেন যে তাদের জরীপ ক্ষণিকের চিত্র দেয় শুধু, এগুলো কোনো ভবিষৎবাণী নয়।

কিন্তু ২০১৬ থেকে ট্রাম্প যে তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছেন, সেখানে জরিপে তার সমর্থনের মাত্রা সবসময় কম করে দেখানো হয়েছে।

জরিপকারীরা অনেক চেষ্টা করেছে তাদের ফলাফলে ‘লুকিয়ে থাকা’ ট্রাম্প সমর্থনের ব্যাখ্যা দিতে, যেখানে অনেকে জরিপের সময় বা ভোট কেন্দ্রে ভোট দেয়ার পর বা ডাকযোগে ব্যালট পাঠানোর পরও তারা বলেননি যে ট্রাম্পকেই ভোট দিয়েছেন।

এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে কমলা নারীরা হ্যারিসকে বেশি ভোট দিয়েছে আর পুরুষরা ট্রাম্পকে। শিক্ষিত ভোটাররা বেশি কমলা হ্যারিসের পক্ষে গেছেন আর যাদের ইউনিভার্সিটি ডিগ্রি নেই তারা ট্রাম্পকে ভোট দিয়েছেন। কিন্তু প্রায় দুই-তৃতীয়াংশ আমেরিকানের কোনো ডিগ্রি নেই।

তার বিশাল ভোট সংগ্রহ করতে দিয়ে ট্রাম্প দুটি সম্প্রদায়ের ভেতরে সমর্থন বাড়িয়েছেন যারা ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটিক– কৃষ্ণাঙ্গ আমেরিকান এবং দক্ষিণ আমেরিকা থেকে আসা ল্যাটিনো জনগোষ্ঠী।

ভোটারদের মাঝে দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের ভোটকাস্ট জরিপ অনুযায়ী, কৃষ্ণাঙ্গ ভোটারদের ১৬ শতাংশ ২০২৪ সালে ট্রাম্পে সমর্থন করে, যেটা ছিল ২০২০ সালের দ্বিগুণ।

অন্যদিকে, ৮৩ শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটার কমলা হ্যারিসকে ভোট দেয়, যেটা ছিল ২০২০ সালে বাইডেনের পক্ষে ৯১ শতাংশ থেকে অনেক কম।

ডেমোক্র্যাটরা ল্যাটিনোদের মাঝে সমর্থন হারিয়েছে। কমলা হ্যারিস ২০২৪ সালে ৫৬ শতাংশ ল্যাটিনো ভোট পেয়েছেন। অন্যদিকে বাইডেন ২০২০ সালে পেয়েছিলেন ৬৩ শতাংশ।

ল্যাটিনোদের মাঝে ট্রাম্পের সমর্থন বৃদ্ধি পায়, ২০২০ সালের ৩৫ শতাংশ থেকে ২০২৪ সালের ৪২ শতাংশে।
সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ উপদেষ্টা ফারুক ই আজমের সাথে জাতিসঙ্ঘের গোয়েন লুইসের সাক্ষাৎ বিপিএল থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশ ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : সেনাপ্রধান এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে : শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা জবির ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা প্রধান উপদেষ্টার সংলাপে যাবেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল লেবাননে যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নিহত ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু

সকল