বাইডেনের সাথে বুধবার সাক্ষাত করবেন ট্রাম্প
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ নভেম্বর ২০২৪, ১০:৩৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউজে নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন। এর আগেই রিপাবলিকানদের চূড়ান্ত বিজয়ের পর বাইডেন সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার হোয়াইট হাউস জানায়, বাইডেন ও ট্রাম্প বুধবার বেলা ১১টায় ওভাল অফিসে মিলিত হবেন।
উল্লেখ্য, ৫ নভেম্বরের নির্বাচনে জয় লাভ করে ট্রাম্প ঐতিহাসিকভাবে হোয়াইট হাউজে প্রবেশের পথ নিশ্চিত করেন।
৭৮ বছর বয়সী ট্রাম্প আগের তুলনায় এবার আরো বেশি পার্থক্যে জয়লাভ করেন যদিও তিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত এবং দায়িত্বে থাকার সময়ে দুটি অভিশংসনের মামলাও ছিল।
বুথ ফেরত জরিপে দেখা গেছে, ভোটদাতাদের প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে অর্থনীতি ও মুদ্রস্ফীতি যা কোভিডের প্রেক্ষাপটে বাইডেনের সময়ে বৃদ্ধি পায়।
৮১ বছর বয়সে তার কাজের সক্ষমতা নিয়ে উদ্বেগের কারণে বাইডেন জুলাই মাসে এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। ট্রাম্প নির্বাচনে জয়লাভ করার পর বাইডেন তাকে অভিনন্দন জানান।
সূত্র : ভয়েস অফ আমেরিকা