২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় নেতাদের কোনো প্রতিশ্রুতি দেননি ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প - ছবি : সংগৃহীত

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অর্থ সরবরাহ অব্যাহত রাখার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে।

গত মঙ্গলবারের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট দলের প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কামারা হ্যারিসকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। শুধু তাই নয়, ট্রাম্পের রিপাবলিকান দল সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এছাড়া প্রতিনিধি পরিষদে আগে থেকেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

এরপর থেকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নেতারা ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করে প্রভাবিত করার চেষ্টা করছেন, যাতে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অর্থ সরবরাহ অব্যাহত রাখেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের উদ্ধৃতিতে গতকাল ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইউরোপে নেতাদের কথা শুধু শুনেছেন এবং কিছু প্রশ্ন করেছেন। কিন্তু তিনি ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেননি।

চলতি সপ্তাহে হাঙ্গেরিতে ইউরোপীয় রাজনীতিবিদদের একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউক্রেন প্রশ্নে এই সম্মেলনে মতভেদ সৃষ্টির সমূহ সম্ভাবনা রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার হাঙ্গেরির সংসদে এক নৈশভোজ অনুষ্ঠানে বালটিক প্রজাতন্ত্র এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো বলেছে, যদি ইউক্রেন যুদ্ধ থেকে আমেরিকা সরে যায় তাহলে ইউরোপীয় দেশগুলোর উচিত ইউক্রেনকে জোরালো সমর্থন দেয়া। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বিষয়টি নিয়ে শীতল প্রতিক্রিয়া জানিয়েছেন। বুদাপেস্ট সম্মেলনের আহ্বায়ক হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউক্রেনে যুদ্ধবিরতির ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা শুরু করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো নিজেও শান্তির পক্ষে জোরালো বক্তব্য রেখেছেন।

সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল


আরো সংবাদ



premium cement
সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে : অধ্যাপক ইউনূস কুবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন ব্যাংক খাত সংস্কারে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা সোমবার ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর ব্রাজিল সফরকালে ইউক্রেনে শান্তি ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান শি’র রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে টিসিবির পুরনো তালিকা, সাধারণ মানুষের ক্ষোভ যুক্তরাজ্যের প্রায় আড়াই শ’ ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করছে : এইচএসবিসি আবারো বাড়ল স্বর্ণের দাম

সকল