০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

জয় নিশ্চিত হওয়ার পর প্রথম কয়েক ঘণ্টা কেমন কাটল ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প - সংগৃহীত

এক দিনের মধ্যেই বদলে গেছে ডোনাল্ড ট্রাম্পের জীবন। চার বছর আগে হোয়াইট হাউস ছাড়ার পরে স্বাভাবিক নিয়মেই গুরুত্ব কমেছিল তার। এরপর বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ার পর কার্যত একা হয়ে যান তিনি।

বুধবার ভোট-ফলাফলের প্রাথমিক প্রবণতা প্রকাশ্যে আসার পরেই অবশ্য রাতারাতি বদলে যায় ছবিটা। বিভিন্ন রাষ্ট্রপ্রধানের ফোন ধরতে ধরতেই বেলা গড়িয়ে যায় ট্রাম্পের।

গণনা শেষের বেশ আগেই রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে প্রবেশের বন্দোবস্ত পাকা করে ফেলেন। এখনো দু’টি প্রদেশে গণনা চলছে। দু’টিতেই এগিয়ে ট্রাম্প। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ট্রাম্পের দলের ঝুলিতে ২৯৫টি আসন। আর কমলা হ্যারিসের দলের ঝুলিতে ২২৬টি আসন।

ট্রাম্পকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রমুখ।

শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পকে ফোন করেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসও।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, ভোটের প্রাথমিক ফলাফলে জয়ের গন্ধ পেয়েই বিজয়-ভাষণ দেয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প। ফ্রোরিডায় বিজয়-ভাষণও দেন তিনি। পুরনো স্লোগান তুলে জানান, তার আমলে যুক্তরাষ্ট্র আবারো বিশ্বে শ্রেষ্ঠ হবে।

তারপর অবশ্য ট্রাম্পকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বরং যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনীতিকের তো বটেই, একাধিক রাষ্ট্রপ্রধানের ফোন ধরতেই ব্যস্ত থাকতে হয় তাকে। সমর্থক এবং অনুদানদাতাদের কয়েকজনের সাথেও ট্রাম্প কথা বলেন বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের টিম ট্রাম্পের টিমকে বেশ কয়েকটি সমঝোতাপত্রে স্বাক্ষর করার অনুরোধ জানায়। সময় মতো এই স্বাক্ষরগুলো করানো না হলে ভবিষ্যতে প্রশাসনিক কাজকর্ম চালাতে ট্রাম্পকে অসুবিধার মুখে পড়তে হতে পারে বলে জানানো হয়।

কিভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে তা নিয়েও ট্রাম্পের টিমের সাথে কথা হয় বাইডেনের টিমের। ফোন-কথোপকথনে বাইডেন এবং কমলা দু’জনেই মসৃণ ক্ষমতা হস্তান্তরের বিষয়ে ট্রাম্পকে আশ্বাস দেন বলে জানিয়েছে এপি।

এপি আরো জানায়, ফোনে কমলার প্রশংসা করেন ট্রাম্প। বিদায়ী ভাইস প্রেসিডেন্টকে ট্রাম্প জানান যে কমলার পেশাদারিত্ব এবং ধৈর্য দেখে তিনি মুগ্ধ। তারপর দু’জনেই যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ রাখার বিষয়ে নিজেদের প্রতিজ্ঞার কথা জানান।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম রাবিতে পোষ্য কোটা বাতিল কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

সকল