০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কাশ প্যাটেল হবে পরবর্তী সিআইএ-প্রধান?

কাশ প্যাটেল - ফাইল ছবি

সব জল্পনা-কল্পনা উড়িয়ে মার্কিন হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনে তার জয় নিশ্চিত হতেই বুধবার ভক্তরা উল্লাসে ফেটে পড়েন। কমলা হ্যারিসকে হারিয়ে একবার ফের মার্কিন মসনদে বসছেন ট্রাম্প। আর এই ডোনাল্ড ট্রাম্পেরই ঘনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল এবার খবরে। প্রশ্ন উঠছে, কাশই কি এবার আমেরিকার প্রতিরক্ষার আঁতুর ঘর সিআইএ-এর পরবর্তী প্রধান হবেন?

কে এই কাশ প্যাটেল?

মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের খবর আসতে শুরু করার পর থেকেই বারবার আলোচনায় উঠে আসছেন কাশ প্যাটেল। পদবী ‘প্যাটেল’ শুনেই বোঝা যায় তিনি ভারতীয় বংশোদ্ভূত। গুজরাটি পরিবারে তার বেড়ে ওঠা। কাশ প্যাটেলের পুরো নাম কাশ্যপ প্যাটেল। এখন পর্যন্ত যা খবর, তাতে মার্কিন গোয়েন্দা বিভাগের আঁতুর ঘর ‘সেন্ট্রাল ইন্টালিজেন্স এজেন্সি’ বা সিআইএ-এর পরবর্তী প্রধান হওয়ার দৌড়ে কাশ প্যাটেল এগিয়ে। ট্রাম্পের বহু সহযোগী কাশ প্যাটেলের নাম এই পদের জন্য তুলে ধরছেন। তবে এই পদে কাশ প্যাটেলের আসার মাঝে রয়েছে একটি বড় চ্যালেঞ্জ। মার্কিন সিনেট যদি অনুমোদন দেয়, তবেই এই পদ পাবেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। এককালে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টার পদে ছিলেন কাশ। ২০১৯ সালে আমেরিকার হাউস ইন্টালিজেন্স কমিটি থেকে কাশ প্যাটেল সে দেশের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল স্টাফ-এর অংশ ছিলেন। প্রতিরক্ষা ও নিরাপত্তা-সংক্রান্ত নানা ইস্যুতে কাশ প্যাটেলের পরামর্শে মুগ্ধ হন ট্রাম্প।

৪৪ বছর বয়সী কাশ প্যাটেলের জন্ম নিউ ইয়র্কে। তার পরিবার পূর্ব আফ্রিকা থেকে কানাডার পথে গিয়েছিল আমেরিকায়। সেই থেকেই প্যাটেল পরিবারের বসবাস আমেরিকায়। একটি অসামরিক বিমান সংস্থায় আর্থিক অফিসার পদে কর্মরত ছিলেন কাশের বাবা। রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে 'ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড হিস্ট্রি' বিষয়ে তিনি ডিগ্রি লাভ করেন। ২০০৪ সালে আন্তর্জাতিক আই বিষয়ে ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’ থেকে ডিগ্রি পান। পরবর্তী শিক্ষা 'পেস ইউনিভার্সিটি স্কুল অফ ল' থেকে।

প্যাটেলকে ঘিরে জল্পনা

এখন পর্যন্ত যা খবর, ট্রাম্পের প্রশাসনে বিবেক রামসে, ববি জিন্দাল, কাশ প্যাটেলের মতো বহু ভারতীয় বংশোদ্ভূতরা বড় দায়িত্ব পেতে পারেন। এদিকে, যদি সিআইএর প্রধানের ভূমিকায় কাশ দায়িত্ব না পান সিনেটের ভোটে তাহলে তিনি মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ট্রাম্পের মাধ্যমে নিয়োজিত হতে পারেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
ক্যাম্পাসে ছাত্রদলের পোস্টার লাগানোর প্রতিবাদ ঢাবি শিক্ষার্থীদের আমির হোসেন আমু ৬ দিনের রিমান্ডে অন্তর্বর্তী সরকার উপযুক্ত সময়ে নির্বাচন দিলেই জাতির চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হবে : মির্জা ফখরুল চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে আটক ৮০ ৭ নভেম্বরের চেতনা ও ছাত্র-জনতার বিপ্লব এক সূত্রে গাঁথা : গোলাম পরওয়ার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা গাংনীতে যৌথ অভিযানে ৩ মাদককারবারি আটক কচুরিপানা ফুলের স্নিগ্ধতায় বিমোহিত দর্শনার্থীরা ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর কী হবে গাংনীতে কলেজছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেফতার বান্ধবীর জন্মদিনের খাবার খেয়ে অসুস্থ ১৩ শিক্ষার্থী

সকল