'শান্তিপূর্ণভাবে' নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : মার্কিন নিরাপত্তা সংস্থা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ নভেম্বর ২০২৪, ২৩:৫৩
কোনো ধরনের অঘটন ছাড়াই নিরাপদে ও শান্তিপূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা।
‘নির্বাচনে ব্যবহৃত অবকাঠামোগুলো আগে কখনো এতবেশি সুরক্ষিত ছিল না,’ এক বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর জেন ইস্টারলি।
তিনি আরো বলেন, ‘আমাদের নির্বাচনি অবকাঠামোর নিরাপত্তা বা অখণ্ডতার ওপর বাস্তবে ক্ষতিকর কোনো প্রভাব ফেলেছে তেমন কোনো কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি।’
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বোমা হামলা হতে পারে বলে সতর্ক করেছিল এসবিআই।
সেই কারণে এবার ভোটের দিন সারা দেশে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছিল দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা