বিশ্বজুড়ে যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ নভেম্বর ২০২৪, ১৯:৫২
বিজয়ী ভাষণে বিশ্বজুড়ে যুদ্ধের অবসানে কাজ করার ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার বিজয় ভাষণে বলেছেন, ‘আমি যুদ্ধ শুরু নয়, যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি।’
তিনি আরো বলেন, আমাদের শাসনকালে কোনো যুদ্ধ ছিল না। আমরা আইএসকে পরাজিত করেছিলাম। এর বাইরে চার বছরে আমাদের আর কোনো যুদ্ধ ছিল না।
ঠিক কোথায় যুদ্ধ বন্ধ করবেন ট্রাম্প তা উল্লেখ না করলেও ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রিপাবলিকান এই নেতা ইউক্রেন এবং ইসরাইলের দিকেই মনোযোগ দেবেন বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত শাসনামলে বিলিয়নেয়ার এই ব্যবসায়ী উত্তর কোরিয়ার কোনো নেতার সাথে দেখা করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। সিঙ্গাপুরে ঐতিহাসিক এক সম্মেলনে কিম জং উনের সাথে করমর্দন করেছিলেন তিনি।
সূত্র : এনডিটিভি