ট্রাম্প ২৬৭ : কমলা ২২৪
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ নভেম্বর ২০২৪, ১৫:০৪
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ২৬৭টি ইলেক্টরাল ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট। সাধারণ ভোটের দিক থেকেও ট্রাম্প এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৭০,৫২৮,৫৩৬। অর্থাৎ ভোটদাতাদের ভোটের ৫১.১৭ ভাগ ভোট তিনি পেয়েছেন। আর কমলা হ্যারিস পেয়েছেন ৬৫,২৭৯,৪৯৬ ভোট বা ৪৭.৩৬ শতাংশ ভোট।
ইতোমধ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণাও করেছেন।
ট্রাম্প ইতোমধ্যে ২৬৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। অপরদিকে কমলা এগিয়ে আছেন ২১৪টিতে। সেজন্য ট্রাম্পের জয়ের কথা অনেকটা নিশ্চিতভাবেই করা যায়।
বিবিসির খবরে বলা হয়েছে, ফ্লোরিডায় নির্বাচনি প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সাথে মঞ্চে উপস্থিত ছিলেন তার রানিং মেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তার প্রচারণা দলের সদস্যরা।
ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি ‘অসাধারণ বিজয়’ পেয়েছেন। এ সময় তিনি আরো বলেন, এটি হবে আমেরিকার ‘স্বর্ণযুগ’।
রিপাবলিকান পার্টির এই প্রার্থী বলেন, ‘এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়। যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে।’ এ সময় তিনি তিনি তার প্রচারণার স্লোগান যোগ করেন।
ট্রাম্প নিজেই তার বিজয় ঘোষণা করেছেন, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট পাননি তিনি।
সূত্র : বিবিসি, ভিওএ এবং অন্যান্য