০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

ট্রাম্পকে অভিনন্দন জানালেন নেতানিয়াহু

ট্রাম্পকে অভিনন্দন জানালেন নেতানিয়াহু - ছবি : বিবিসি

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণার পর কয়েকজন বিশ্বনেতা তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! আপনার ঐতিহাসিক হোয়াইট হাউসে ফিরে আসা আমেরিকার জন্য একটি নতুন যাত্রা এবং ইসরাইল ও আমেরিকার মহৎ অংশীদারিত্বের প্রতি শক্তিশালী প্রতিশ্রুতি।’

তিনি আরো বলেছেন, ‘এটি একটি বিশাল বিজয়।’

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানও একই রকম মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ‘মার্কিন রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তন! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিশাল বিজয়ের জন্য অভিনন্দন। পৃথিবীর জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিজয়!

মনে রাখা প্রয়োজন যে ট্রাম্প বিজয় ঘোষণা করেছেন। কিন্তু তিনি এখনো প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোটে জয় পাননি। এখনো ২৭০টি ভোট থেকে তিনটি ভোট কম আছে তার। কমলা হ্যারিস পেয়েছেন ২১৯টি ভোট।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement