আর ৩ ভোট দরকার ট্রাম্পের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ নভেম্বর ২০২৪, ১৩:৫৪
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ২৬৭টি ইলেক্টরাল ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪টি ভোট। সাধারণ ভোটের দিক থেকেও ট্রাম্প এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৬৮,৮০৪,৪৪৫। অর্থাৎ ভোটদাতাদের ভোটের ৫১.২১ ভাগ ভোট তিনি পেয়েছেন। আর কমলা হ্যারিস পেয়েছেন ৬৩,৫৯৮,৪৪০ ভোট বা ৪৭.৩৪ শতাংশ ভোট।
যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট আছে। এর মধ্যে অন্তত ২৭০টিতে ভোট নিশ্চিত হলে প্রার্থী জয়ী বলে বিবেচিত হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানতে এখনো কিছুটা সময় বাকি। তবে নির্বাচনের মাঠ দেখে মনে হচ্ছে, জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভেনিয়াতেও জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
এই রাজ্যের ১৯টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে মোট ২৬৫টি ভোট নিশ্চিত করেছেন ট্রাম্প, যা প্রেসিডেন্ট হওয়ার পথে তার জয়কে বেশ এগিয়ে দিয়েছে।
এর আগে সুইং স্টেট নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।
ইলেক্টোরাল মানচিত্রের অবস্থা অনেকটাই ২০১৬ সালের নির্বাচনের মতো। ওই সময় নির্বাচনে জয়ী হয়েছিলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রজুড়ে যেসব কাউন্টির ফলাফল প্রকাশিত হয়েছে, সেখানে সামান্য হলেও লক্ষণীয়ভাবে এগিয়ে আছেন সাবেক এই প্রেসিডেন্ট।
মূলত শহর ও শহরতলীর কাউন্টিগুলোতে জো বাইডেনের মোট ভোটের সাথে পাল্লা দিয়েই ভোট পেয়েছেন কমলা হ্যারিস।
তবে এখন পর্যন্ত তা ট্রাম্পের সাথে ব্যবধান কমানোর জন্য যথেষ্ট নয়।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ২৬৭টি ইলেক্টরাল ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪টি ভোট। সাধারণ ভোটের দিক থেকেও ট্রাম্প এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৬৮,৮০৪,৪৪৫। অর্থাৎ ভোটদাতাদের ভোটের ৫১.২১ ভাগ ভোট তিনি পেয়েছেন। আর কমলা হ্যারিস পেয়েছেন ৬৩,৫৯৮,৪৪০ ভোট বা ৪৭.৩৪ শতাংশ ভোট।
সূত্র : বিবিসি, ভিওএ এবং অন্যান্য