০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

ট্রাম্প ২৪৮ : কমলা ২১৪

ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস - সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ২৪৮টি ইলেক্টরাল ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪টি ভোট। সাধারণ ভোটের দিক থেকেও ট্রাম্প এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৬৮,৭৪৫,৩৫১। অর্থাৎ ভোটদাতাদের ভোটের ৫১.২১ ভাগ ভোট তিনি পেয়েছেন। আর কমলা হ্যারিস পেয়েছেন ৬৩,৫৪৩,২০৪ ভোট বা ৪৭.৩৭ শতাংশ ভোট।

টাই হলে কী হবে?
দু’জন প্রার্থীই ২৬৯টি করে ইলেক্টোরাল কলেজ ভোট পেলে টাই হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে।

তখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবে। এটিকে বলা হয় কন্টিনজেন্ট ইলেকশন।

অন্যদিকে সেনেটে ভোট হবে ভাইস প্রেসিডেন্টের জন্য।

তবে গত ২০০ বছরেও এমন কিছু ঘটেনি।

নির্বাচনে যে প্রার্থী বিজয়ী হবেন, তিনি ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নিবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটা হবে প্রেসিডেন্টের ৬০তম শপথ অনুষ্ঠান।

নতুন প্রেসিডেন্ট সেখানে সংবিধান সমুন্নত রাখার শপথ নেবেন ও ভাষণ দেবেন।
সূত্র : বিবিসি, ভিওএ এবং অন্যান্য


আরো সংবাদ



premium cement