০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

ট্রাম্প ‘সম্ভবত’ জিতেই যাচ্ছেন

- ছবি : ভয়েস অফ আমেরিকা

ট্রাম্প ‘সম্ভবত’ জিতেই যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস এমনই সম্ভাবনার কথা বলেছে।

সংবাদমাধ্যমটির সাময়িকী নিডলস এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ আছে। এর মধ্যে অন্তত ২৭০টিতে ভোট নিশ্চিত হলে প্রার্থী জয়ী বলে বিবেচিত হয়।

পূর্বাভাস বলছে, চলতি নির্বাচনে শেষ পর্যন্ত ৩০১টি ইলেক্টোরাল ভোট পেতে পারেন রিপাবলিকান পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। অপরদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিস পাবেন ২৩৮টি ভোট। সে হিসেবে ধারণা করা হচ্ছে, সম্ভবত ট্রাম্প জিতেই যাচ্ছেন।

উল্লেখ্য, মার্কিন অনলাইন সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট জানিয়েছে, এ পর্যন্ত ২৪৮টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন ট্রাম্প। আর কমলা হ্যারিস পেয়েছেন ২১৩টি ইলেক্টোরাল ভোট।


আরো সংবাদ



premium cement