২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভোটগ্রহণ শেষে উদ্বিগ্ন ডেমোক্র্যাটরা, উচ্ছ্বসিত রিপাবলিকানরা

গুরুত্বপূর্ণ সুইং স্টেটে জয় উদযাপন করছেন ট্রাম্প সমর্থকরা - সংগৃহীত

আলাস্কা ও হাওয়াইয়ের মাধ্যমে চলতি বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সব ভোটগ্রহণ শেষ হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ২৪৭টি ইলেক্টরাল ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪টি ভোট। সাধারণ ভোটের দিক থেকেও ট্রাম্প এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৬৬,৯৮৫,৭৭৩। অর্থাৎ ভোটদাতাদের ভোটের ৫১.১৫ ভাগ ভোট তিনি পেয়েছেন। আর কমলা হ্যারিস পেয়েছেন ৬২,০৯৫,৩২৭ ভোট বা ৪৭.৪২ শতাংশ ভোট।

হোয়াইট হাউসে জয়ের জন্য একজন প্রার্থীর ২৭০টি ভোট প্রয়োজন।

এখন পর্যন্ত দু’টি সুইং স্টেটের ফলাফল ঘোষণা করা হয়েছে- নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া। আর উভয় রাজ্যেই জয়ী হয়েছেন ট্রাম্প।

এখনো পাঁচটি গুরুত্বপূর্ণ সুইং রাজ্যের ফলাফল বাকি, যদিও প্রাথমিক পূর্বাভাসে দেখা যাচ্ছে ট্রাম্প এগিয়ে আছেন।

এগুলো এমন কিছু এলাকা যেখানে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে হ্যারিস বা ট্রাম্প যে কেউই জিততে পারেন আর সম্ভবত এগুলোই নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে।

মিশিগানে ডেমোক্র্যাটিক দাতা এবং কৌশলবিদরা জানিয়েছেন, তারা ‘খুবই হতাশা’ বোধ করছেন।

অন্যদিকে, ফ্লোরিডায় ট্রাম্পের শিবিরে ‘উত্তেজনা এবং লক্ষ্য স্থির করার’ অনুভূতির কথা জানা গেছে।
সূত্র : বিবিসি ও অন্যান্য


আরো সংবাদ



premium cement