০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

এক দশক পরও ফ্লোরিডা রিপাবলিকানদের দখলে

এক দশক পরও ফ্লোরিডা রিপাবলিকানদের দখলে - ফাইল ছবি

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের দখলেই রয়েছে ফ্লোরিডা। যুক্তরাষ্ট্রের রাজ্য-ভিত্তিক প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডা একটি বড় পুরস্কার– ইলেক্টরাল ভোটের হিসাবে ফ্লোরিডা তৃতীয় বৃহত্তম। ক্যালিফোর্নিয়ার ৫৪ আর টেক্সাসের ৩৮-এর পরেই আসে ফ্লোরিডার ৩০ ইলেক্টরাল ভোট।

তবে মঙ্গলবারের নির্বাচনে ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের বিজয় আশ্চর্যজনক কিছু ছিল না। গত এক দশক ধরেই এই রাজ্য রিপাবলিকানদের দখলে গেছে।

বারো বছর আগে ২০১২ সালে বারাক ওবামা ছিলেন শেষ ডেমোক্র্যাট যিনি ফ্লোরিডায় রাজ্য-ব্যাপী কোন নির্বাচনে জয়লাভ করেন।

মঙ্গলবার ফ্লোরিডার ভোটাররা তাদের রাজ্যে গর্ভপাতের অধিকার প্রতিষ্ঠার প্রস্তাব এক গণভোটে প্রত্যাখ্যান করে। ফ্লোরিডার বাসিন্দা ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় জানিয়ে দেন তিনি এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেবেন।

ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে হ্যারিস জয়ী
যুক্তরাষ্ট্রের পূর্ব এবং দক্ষিণ- পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে ফলাফল আসা অব্যাহত রয়েছে।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা, আলাবামা, মিসিসিপি, টেনেসি, সাউথ ক্যারলাইনা, আরকানসো এবং ওকলাহোমায় জয়ী হয়েছেন। এর আগে তাকে কেন্টাকি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী ঘোষণা করা হয়।

অন্য দিকে, ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে এ’পর্যন্ত ইলিনয়, নিউ জার্সি, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, ডেলাওয়ের এবং কানেটিকাট-এ জয়ী ঘোষণা করা হয়েছে। এর আগে তিনি ভারমন্ট রাজ্যে জয়ী হন।

ভোট গণনার শুরু দিকের এই ফলাফলের পর ট্রাম্প ১০১ এবং হ্যারিস ৭১টি ইলেক্টরাল ভোট পেয়েছেন।

তবে এখন পর্যন্ত ফলাফলে কোনো অঘটন ঘটে নাই। এই রাজ্যেগুলোতে যা ফলাফল দেখা যাচ্ছে, সেরকম হবে বলেই ধারণা করা হয়েছিল।
সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement