০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

বুথফেরত জরিপ : গণতন্ত্র আর অর্থনীতিকেই শীর্ষে রাখছে মার্কিন ভোটাররা

বুথফেরত জরিপ : গণতন্ত্র আর অর্থনীতিকেই শীর্ষে রাখছে মার্কিন ভোটাররা - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বুথফেরত জরিপের প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, ভোটারদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে গণতন্ত্র আর অর্থনীতির অবস্থা।

প্রায় এক-তৃতীয়াংশ ভোটার তাদের গুরুত্বের তালিকায় গণতন্ত্রকে শীর্ষে রেখেছেন।

আর তারপরই জায়গা পেয়েছে অর্থনীতি, গর্ভপাত, অভিবাসন এবং বৈদেশিক নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

২০০৮ সালের পর থেকে প্রতিটি নির্বাচনেই ভোটারদের কাছে অর্থনীতি প্রধানতম ইস্যু হলেও, বুথফেরত জরিপে গণতন্ত্রের সঙ্গে এবার তার দূরত্ব ছিল সামান্যই।

প্রায় ৬০ শতাংশ ভোটার কমলা হ্যারিস সমর্থক গণতন্ত্রকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করলেও ট্রাম্প সমর্থকদের মধ্যে মাত্র ১০ শতাংশের কাছে বিষয়টি গুরুত্ব পেয়েছে।

অন্যদিকে, ট্রাম্পের প্রায় ৫০ শতাংশ সমর্থক অর্থনীতিকে শীর্ষে রেখেছেন, যেখানে হ্যারিসের সমর্থকদের মাত্র ১০ শতাংশ তার সাথে একমত পোষণ করেন।

তবে, উভয় পক্ষের মধ্যেই গণতন্ত্র নিয়ে সমান উদ্বেগ রয়েছে।

প্রায় তিন-চতুর্থাংশ ভোটার বলেছেন যে তারা গণতন্ত্র নিয়ে ‘অনেক’ বা ‘কিছুটা’ হুমকির আশঙ্কা করছেন।

প্রতি ১০ জনের মধ্যে প্রায় সাতজন ভোটার নির্বাচনের ফলাফল ঘিরে সহিংসতার বিষয়ে চিন্তিত।

আর দুই-তৃতীয়াংশ ভোটার জাতীয় অর্থনীতির অবস্থা ‘খারাপ’ বলে মনে করেন, তবে এ সংখ্যা ট্রাম্প সমর্থকদের মধ্যেই বেশি।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement