বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে তীব্র নিন্দা ট্রাম্পের
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ নভেম্বর ২০২৪, ১২:৫২
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক মার্কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার মাইক্রো ব্লগিং সাইট এক্সে দাবি করেন, ‘বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুর উপর বর্বরোচিত হামলা হচ্ছে। সঙ্ঘবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
এ সময় তিনি বাংলাদেশে পুরোপুরি বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে বলেও অভিযোগ করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) করা ওই পোস্টে তিনি এও দাবি করেন যে তিনি যদি এখন প্রেসিডেন্ট থাকতেন, তাহলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের এসব ঘটনা ঘটত না।
এ বিষয়ে তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের উপরও অভিযোগ করেন। তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বে হিন্দুদের উপেক্ষা করেছেন।
এরপর তিনি বলেন, তারা ইসরাইল থেকে ইউক্রেন এবং আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের জন্য বিপর্যয় হয়ে এসেছেন। কিন্তু আমরা আবার যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করব। শক্তি দিয়ে পুনরায় শান্তি ফিরিয়ে আনব!’