নেতানিয়াহুকে ট্রাম্প : হোয়াইট হাউসে প্রবেশের সময় যুদ্ধ বন্ধ করবেন
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ অক্টোবর ২০২৪, ১৩:৫৩
আর কয়দিন পরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে জয়ী হওয়ার আশা করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ভিত্তিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি বলেন, আমি হোয়াইট হাউসে ফেরার সাথে সাথেই গাজা যুদ্ধ বন্ধ করবেন।
চলতি সপ্তাহে বিষয়টির সাথে পরিচিত দু’টি সূত্র টাইমস অফ ইসরাইলকে এই তথ্য নিশ্চিত করেছে।
ট্রাম্প প্রশাসন ও ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, গত জুলাইয়ে ট্রাম্পের সাথে তার ফ্লোরিডার বাসভবনে সাক্ষাৎ করেন নেতানিয়াহু। সেখানে তিনি নেতানিয়াহুকে প্রথম এই বার্তাটিই দেন।
অবশ্য ট্রাম্প নানা সময় নেতানিয়াহুকে স্পষ্টই বলেছেন, এই যুদ্ধে ইসরাইলেরই বিজয় চান তিনি। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি গাজা যুদ্ধ বিষয়ে নেতানিয়াহুর কাছে সুনির্দিষ্টভাবে কোনো প্রস্তাব রাখেননি। আবার যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরাইলি বাহিনীকে সমর্থন দিয়ে যাওয়ারও আশাবাদ ব্যক্ত করেছেন।
সূত্র : টাইমস অফ ইসরাইল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা