১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
`

যুদ্ধবিরতি নিয়ে ইরানের সাথে আলোচনার দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ইরানে ইসরাইলি পতাকা পোড়ানো হচ্ছে। - ছবি : টাইমস অফ ইসরাইল

সব ফ্রন্টে যুদ্ধবিরতি নিয়ে ইরানের সাথে গোপন আলোচনা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এই মর্মে ইসরাইলি গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। তাদের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে বিবৃতি দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

বুধবার (৯ অক্টোবর) প্রতিবেদনটি সম্পর্কে জানতে চাইলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার স্পষ্টভাবে তা অস্বীকার করেন। তিনি বলেন, ওয়াশিংটন এই ধরনের কোনো উদ্যোগে অংশ নেয়নি।

বুধবার প্রেস ব্রিফিংয়ে মিলার বলেন, কেউ এখনো যুক্তরাষ্ট্রের কাছে এই ধরনের প্রস্তাব রাখেনি। আমরা এই ধরনের কোনো প্রস্তাব নিয়ে কোনো দেশের সাথে আলোচনায় করিনি।

তিনি আরো বলেন, আমি এই বিষয়ে আর কোনো কথা বলব না। কারণ, অনুমাননির্ভর কোনো বিষয়ে কথা বলা আমার জন্য উচিৎ নয়। তবে এই কথা ঠিক যে আমরা এই অঞ্চলের সংঘাতের অবসানকে অবশ্যই স্বাগত জানাব।

উল্লেখ্য, ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২ একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে দাবি করেছিল যে তেহরান নেতৃত্বাধীন প্রক্সিগুলোর সাথে যুক্তরাষ্ট্র সব ফ্রন্টে চলমান যুদ্ধ বন্ধ করার জন্য গোপনে আলোচনা করছে। এর মধ্যে ইরান ও সৌদি আরবও রয়েছে।

সূত্র : টাইমস অফ ইসরাইল


আরো সংবাদ



premium cement