২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘অবশ্যই’ আমি আমার গ্লককে বরখাস্ত করেছি : কমলা হ্যারিস

ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস - ছবি : সংগৃহীত

ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস সোমবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, তিনি তার গ্লক বা স্বয়ংক্রিয় পিস্তলের প্রস্তুতকারককে বরখাস্ত করেছেন এবং বলেছেন, ‘অবশ্যই’ তিনি এটি দিয়ে একটি শুটিং রেঞ্জে গুলি করেছিলেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের পছন্দের অস্ত্র সম্পর্কে জল্পনা শুরু হয়েছে যখন তিনি সম্প্রতি টেলিভিশন তারকা অপরাহ উইনফ্রেকে বলেছিলেন, তিনি একজন বন্দুকের মালিক এবং যে কেউ তার বাড়িতে প্রবেশ করলে তাকে তিনি গুলি করবেন।

হ্যারিস প্রাইমটাইম সিবিএস শো ৬০ মিনিটের একটি সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কী ধরণের আগ্নেয়াস্ত্র বহন করেন। জবাবে কমলা বলেছেন, ‘আমার একটি গ্লক আছে এবং আমি বেশ কিছু সময়ের জন্য এটা পেয়েছি।’

সাবেক প্রসিকিউটর এবং ক্যালিফোর্নিয়ার এটর্নি জেনারেল আরো বলেছেন, ‘আমার পটভূমি আইন প্রয়োগকারীরা জানেন এবং তাই আপনি সেখানে যান।’

সাক্ষাৎকারকারী বিল হুইটেকার তখন জিজ্ঞেস করেছেন, হ্যারিস কখনও গ্লক-কে বরখাস্ত করেছিলেন কি-না। হ্যারিস হেসে উত্তর দিলেন : ‘অবশ্যই আমার আছে। শুটিং রেঞ্জে। হ্যাঁ, অবশ্যই আছে।’

অস্ট্রিয়ান নির্মাতা গ্লক আমেরিকায় সর্বাধিক বিক্রিত হ্যান্ডগানগুলোর একটি তৈরি করে। পুলিশও এটি ব্যাপকভাবে ব্যবহার করে। গ্লকস চলচ্চিত্র এবং হিপ-হপ সংস্কৃতি থেকেও ধর্মীয় মর্যাদা অর্জন করেছে।

সম্প্রতি হ্যারিস খুব কমই একজন আগ্নেয়াস্ত্রের মালিক হিসেবে তার মর্যাদা উল্লেখ করেছেন। নিয়মিত সশস্ত্র অপরা এবং ব্যাপকহারে গুলিবর্ষণে প্রকম্পিত একটি দেশে বন্দুকের ব্যবহার কমানোর ওপর তার দলের জোরালো সমর্থন রয়েছে।
সূত্র : আসাচৌ


আরো সংবাদ



premium cement
মহিপালে গণহত্যা : আ’লীগের ৩ নেতা গ্রেফতার মিয়ানমারের রাখাইনে জান্তার আঞ্চলিক সামরিক কমান্ড বিদ্রোহীদের দখলে শেখ হাসিনার একমাত্র ভরসার জায়গা ভারত : দুলু এখনো স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন তারা, কমিশন কী বলছে আদানি গ্রুপ চুক্তি লঙ্ঘন করেছে, তাদেরকে বাদ দেয়া হবে কিনা কমিটি হয়েছে : ফাওজুল কবির বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রায় ১ নম্বর সংকেত বাঁশের সাঁকোই ভরসা ২১ গ্রামের মানুষের দখলের নয়, দখলবাজের পরিবর্তন হয়েছে : হাসনাত আবদুল্লাহ ‘দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠিত সাবেক সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে ইসরাইলের জন্য তহবিল সংগ্রহের বিজ্ঞাপন প্রমোট করছে ফেসবুক

সকল