২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউক্রেনের প্রতিনিধিত্ব না থাকলে পুতিনের সাথে বৈঠক করবেন না কমলা

কমলা হ্যারিস - ছবি : সংগৃহীত

ডেমোক্র্যাটিক হোয়াইট হাউসের আশাবাদী কমলা হ্যারিস সোমবার সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ইউক্রেনের প্রতিনিধিত্ব না থাকলে ভ্লাদিমির পুতিনের সাথে শান্তি আলোচনার বিষয়ে বৈঠক করবেন না। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট সিবিএস টেলিভিশনের ‘৬০ মিনিট’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি এই যুদ্ধের অবসান ঘটাতে রুশ নেতার সাথে একান্ত বৈঠকে মিলিত হবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ইউক্রেন ছাড়া যুদ্ধের বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা নয়। ‘ইউক্রেনের ভবিষ্যৎ সম্পর্কে ইউক্রেনের অবশ্যই একটি বক্তব্য থাকতে হবে, ’বলেন তিনি।

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এর আগে পুতিনের সাথে কোনো ধরনের আলোচনা প্রত্যাখ্যান করেছে।

হ্যারিস ইউক্রেন বিষয়ে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নীতিরও সমালোচনা পুনর্ব্যক্ত করে একে ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর আক্রমণের কাছে ‘আত্মসমর্পণ’ হিসাবে বর্ণনা করেছেন।

ট্রাম্প এর আগে ইউক্রেনের জন্য ওয়াশিংটনের বিশাল সামরিক ও আর্থিক সহায়তার সমালোচনা করেন এবং জোর দিয়ে বলেন, তিনি পুতিনের সাথে দ্রুত শান্তি চুক্তিতে পৌঁছাতে পারতেন।

হ্যারিস বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট হতেন, পুতিন এই মুহূর্তে কিয়েভে বসে থাকতেন। তিনি যে বলছেন, এটি প্রথম দিনেই তিনি শেষ করতে পারতেন, এর অর্থ হচ্ছে আত্মসমর্পণ।
কিয়েভ আশঙ্কা করছে যে- এই ধরনের চুক্তিতে রাশিয়াকে পূর্ব ইউক্রেনের অঞ্চল ছেড়ে দেয়া হবে, যে অঞ্চলটি তারা আক্রমণের পর থেকে দখল করে আছে।

এদিকে, হ্যারিস বলেন, তিনি ন্যাটো সামরিক জোটে ইউক্রেনের যোগদানের বিষয়ে সময় এলেই আলোচনা করবেন।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement
মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে : অর্থ উপদেষ্টা স্টল ভাড়া কমানোর দাবিতে সৃজনশীল প্রকাশকদের অনশনের ডাক মহিপালে গণহত্যা : আ’লীগের ৩ নেতা গ্রেফতার মিয়ানমারের রাখাইনে জান্তার আঞ্চলিক সামরিক কমান্ড বিদ্রোহীদের দখলে শেখ হাসিনার একমাত্র ভরসার জায়গা ভারত : দুলু এখনো স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন তারা, কমিশন কী বলছে আদানি গ্রুপ চুক্তি লঙ্ঘন করেছে, তাদেরকে বাদ দেয়া হবে কিনা কমিটি হয়েছে : ফাওজুল কবির বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রায় ১ নম্বর সংকেত বাঁশের সাঁকোই ভরসা ২১ গ্রামের মানুষের দখলের নয়, দখলবাজের পরিবর্তন হয়েছে : হাসনাত আবদুল্লাহ ‘দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠিত

সকল