২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রে মুসলিম গোষ্ঠীগুলোর অভিযোগ, মধ্যপ্রাচ্য নিয়ে হ্যারিসের কর্মকাণ্ড থেকে তাদের বাদ দেয়া হয়েছে

প্রেসিডেন্ট জো বাইডেনের মিশিগান সফরকালে ফিলিস্তিনিপন্থীদের বিক্ষোভ মিছিল। ফাইল ফটো : ১ ফেব্রুয়ারি, ২০২৪ - ছবি : ভয়েস অব আমেরিকা

যুক্তরাষ্ট্রে মুসলিম ও আরব-আমেরিকানদের প্রধান সংগঠন ও ফিলিস্তিনপন্থী গোষ্ঠীগুলো বলছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের প্রচেষ্টার বিষয়ে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের দফতরের কর্মকাণ্ড থেকে তাদের বাদ দেয়া হয়েছে।

হোয়াইট হাউস বুধবার বলেছে, হ্যারিসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিল গর্ডন গাজায় যুদ্ধ বন্ধ করতে প্রশাসনের প্রচেষ্টার বিষয়ে ‘যুক্তরাষ্ট্রের মুসলিম, আরব ও ফিলিস্তিনি আমেরিকান সম্প্রদায়ের নেতাদের’ সাথে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, গর্ডন ‘লেবাননে বেসামরিক নাগরিকদের বিষয়ে এবং পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে খর্ব করছে ইসরাইলের এমন পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।’

হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলকে প্রশাসনের লাগাতার সমর্থন নিয়ে আরব, ফিলিস্তিনি ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তা প্রশমিত করতেই এই বৈঠক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ইসরাইল হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের জীবন কেড়ে নিয়েছে এবং গাজায় এক চলমান মানবিক সঙ্কট তৈরি করেছে।

তবে, এই বৈঠকে কাউন্সিল অফ আমেরিকান-ইসলামিক রিলেশনস ও মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলসহ এই সম্প্রদায়ের প্রধান গোষ্ঠীগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি। আনকমিটেড ন্যাশনাল মুভমেন্ট ও অ্যাবান্ডন হ্যারিস নামের দু’টি ফিলিস্তিনপন্থী সক্রিয় কর্মীদের গোষ্ঠীকেও ডাকা হয়নি। এই গোষ্ঠীগুলো গাজা নিয়ে প্রশাসনের নীতিতে বদল আনার বিষয়ে চাপ সৃষ্টি করছে।

মেকস্পেস, দার আল হিজরাহ ইসলামিক সেন্টার, মুস্তাফা সেন্টার ও দ্বীনিয়াত সেন্টার অফ আমেরিকা-সহ ওয়াশিংটন এলাকার প্রধান গোষ্ঠীগুলোর নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়নি।

আরব আমেরিকান ইন্সটিটিউটের প্রেসিডেন্ট জেমস জগবি গর্ডনের সাথে আটজনের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন।

তিনি বলেন, এই বৈঠক বিরক্তিকর কারণ এতে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়নি।

জগবি ভিওএ-কে বলেন, ‘আমাদের আরব আমেরিকান বৈঠকের কথা বলা হয়েছিল। আমাদের মুসলিমদের নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল। এগুলোর কোনোটাই হয়নি। কোনো ফিলিস্তিনি নেতা ছিলেন না। কয়েকজন ফিলিস্তিনি আমেরিকান ছিলেন, তবে ফিলিস্তিনি আমেরিকানদের প্রতিনিধিত্বকারী কোনো সংগঠন ছিল না।’

লেবানন বিষয়ক আমেরিকান টাস্ক ফোর্সের প্রেসিডেন্ট এডওয়ার্ড গ্যাব্রিয়েল বলেন, ‘ভাইস প্রেসিডেন্টের দফতর তাকে প্রায় এক ডজন বৈঠকে যুক্ত করেছে যার মধ্যে ছিল চলতি সপ্তাহে গর্ডনের সাথে একটি বৈঠকও।’

ভিওএ এই বিষয়ে প্রশ্ন করলেও হোয়াইট হাউস ও ভাইস প্রেসিডেন্টের দফতর কোনো জবাব দেয়নি। তবে, প্রচার বিভাগের এক মুখপাত্র বলেন, ‘প্রতিটি ভোট অর্জন করতে, আমাদের দেশকে ঐক্যবদ্ধ করতে এবং সকল আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার জন্য কাজ করতে হ্যারিস অঙ্গীকারবদ্ধ।’

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement