কারাগারে ভিড় কমাতে হাজারো বন্দীকে মুক্তি দিচ্ছে যুক্তরাজ্য
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৭
ব্রিটেনের বিভিন্ন কারাগার থেকে মঙ্গলবার হাজার হাজার বন্দীকে মুক্তি দেয়ার কথা রয়েছে। কারাগারে অতিরিক্ত ভিড় কমানোতে সরকারের পদক্ষেপের অংশ হিসেবে দেশটি এমন পদক্ষেপ গ্রহণ করেছে।
সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ইংল্যান্ড এবং ওয়েলসে কারাগারে বন্দীদের সংখ্যা এ যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
কিন্তু মুক্তিপ্রাপ্ত বন্দীদের পুনরায় অপরাধ করার বিষয়ে উদ্বেগ থাকায় সরকার জোর দিয়ে বলেছে, এক্ষেত্রে কোনো সহিংস অপরাধী বা পারিবারিক নির্যাতনকারীরা আগাম মুক্তি পাওয়ার যোগ্য হবে না।
বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস স্কাই নিউজকে বলেন, এক হাজার ৭০০ বন্দীকে মুক্তি দেয়া ‘একটি কঠিন সিদ্ধান্ত’ ছিল। প্রবেশনের প্রধান পরিদর্শক মার্টিন জোনস বিবিসি রেডিওকে বলেন, বন্দী থাকার ক্ষেত্রে কারাগারে ‘ভয়াবহ’ চাপ রয়েছে।
দেশটির বিভিন্ন কারাগারে বন্দী ধারণ ক্ষমতা একেবারে ১০০ ভাগের কাছাকাছি পৌঁছে গেছে।
সূত্র : বাসস