১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুসল্লিদের হত্যার হুমকি দেয়ায় ব্রিটেনে যুবক আটক

আটক যুবক - ছবি : সংগৃহীত

মসজিদে অগ্নিসংযোগ ও মুসল্লিদের হত্যার হুমকি দেয়ার অভিযোগে ব্রিটেনে ব্লেক হেন্ড্রি নামক এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন।

শুক্রবার (১৬ আগস্ট) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। অভিযোগ প্রমাণিত হলে শুক্রবার হেন্ড্রিকে আড়াই বছরের কারাদণ্ড দেয়ার কথা রয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার (৫ আগস্ট) টেলিফোনে হুমকি দেন হেন্ড্রি। এ সময় তিনি বলেন, ‘ভবনের ভেতরে থাকা সবাইকে হত্যা করে ফেলবে।’ হুমকি দেয়ার তিন দিন পর তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে বিবিসি।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ‘এ হুমকির পর থেকে মুসলিম ও অভিভাসীরা নিরাপত্তা শঙ্কায় ভুগছে। তবে চিন্তার কারণ নেই। আমরা হেন্ড্রির কল রেকর্ডগুলো ২৪ ঘণ্টা ধরে দেখছি। আশা করি, অভিবাসী ও মুসলিম সম্প্রদায় ন্যায়বিচার পাবে। তারা শঙ্কা মুক্ত হবে।’

মেট্রোপলিটন পুলিশ কমান্ডার লুইস পুডফুট এক বিবৃতিতে বলেন, ‘আমরা বুঝতে পারছি যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশে যে সহিংস ঘটনা ও অপরাধ দেখা গেছে, তাতে মুসলিমরা নিজেদের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। আমাদের টিম এই সময়ের মধ্যে সংঘটিত সকল অপরাধ তদন্ত করছে। আমরা মুসলিমদের আস্থা ফিরিয়ে আনার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’

এর আগে সোমবার (২৯ জুলাই) আয়োজিত নৃত্যকর্মশালায় ছুরিকাঘাতে তিন শিশুর মৃত্যু হয়। এছাড়াও আরো আট শিশু এবং দু’জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি গুরুতর জখম হন। আহতরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার পর হঠাতই রটে যায়, আক্রমণকারী একজন শরণার্থী মুসলিম। তিনি নৌকাযোগে যুক্তরাজ্যে এসেছিলেন। এই ভুয়ো তথ্যকে কেন্দ্র করে সাউথপোর্টের শোকের আবহাওয়া পরিণত হয় ক্ষোভে, যার আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে যুক্তরাজ্যের একাধিক শহরে। ফলে সেখানে দাঙ্গা পরিস্থিতি দেখা দেয়। যদিও এই ঘটনায় অভিযুক্ত হিসেবে অ্যাক্সেল মুগানওয়া রুদাকুবানার নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে পুলিশ জানিয়েছে।

সূত্র : আরব নিউজ, বিসিসি/উর্দু নিউজ


আরো সংবাদ



premium cement
বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা নাজিরপুরে আ’লীগের ৫ নেতা গ্রেফতার নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার সোমবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বঞ্চিত ৭৬৪ কর্মকর্তা পদমর্যাদা ও আর্থিক সুবিধা পাবেন দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধু নিহত

সকল