ব্রিটেনে ড্যান্স ওয়ার্কশপে ছুরি নিয়ে হামলা, ২ শিশুর মৃত্যু, আহত ৯
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ জুলাই ২০২৪, ০৬:৪৩
ব্রিটেনে শিশুদের একটি ড্যান্স ওয়ার্কশপে ছুরি নিয়ে হামলা হয়েছে। এতে অন্তত দুই শিশু নিহত এবং ৯ জন আহত হয়েছে। আহতদের মধ্য ছয়জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে। ১৭ বছর বয়স্ক আততায়ীকে আটক করা হয়েছে বলেই সূত্রের খবর। তবে কী কারণে হামলা, তা এখনো জানা যায়নি। তবে ইতিমধ্যে সাউথপোর্ট এলাকা ঘিরে ফেলেছে বিশাল পুলিশবাহিনী। একাধিক অ্যাম্বুল্যান্স পৌঁছে গিয়েছে এলাকায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ব্রিটেনের সাউথপোর্ট এলাকায় টেলর সুইফট থিমের ওয়ার্কশপ চলছিল। সেখানেই উপস্থিত ছিল বেশ কয়েকজন শিশু ও কিশোরী। আচমকাই এক আততায়ী ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার বেলা পৌনে ১২টা নাগাদ এক ব্যক্তি হার্ট স্ট্রিট ধরে হাতে ছুরি নিয়ে ছুটছিল। একের পর এক অল্প বয়সী মেয়ের উপর হামলা চালায়। স্থানীয়রা নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একে অপরকে সতর্ক করেন।
এই ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ। ছুরিও উদ্ধার হয়েছে বলে খবর। তবে কেন এই হামলা, তা এখনো স্পষ্ট নয়। মারসে পুলিশের তরফে ঘটনাস্থল হার্ট রোড এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। তবে বড় কোনো হামলার আশঙ্কা নেই।
সূত্র : বিবিসি ও সংবাদ প্রতিদিন