যুক্তরাজ্যের বিমানবন্দরে ৮ জলবায়ু বিক্ষোভকারী আটক
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ জুলাই ২০২৪, ২১:১৫
লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে সোমবার আটজন জলবায়ু বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, বিমানবন্দরের প্রস্থানের গেটগুলো অবরোধ করার চেষ্টা করলে ‘পাবলিক অবকাঠামোতে হস্তক্ষেপ’ করার সন্দেহে আটজন জলবায়ু বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।’
ব্রিটেনের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর গ্যাটউইক বিমানবন্দরের মুখপাত্র জানায়, সেখানে স্বাভাবিক কাজ চলছিল। জাস্ট স্টপ অয়েল (জেএসও) বলেছে, সাতজন বিক্ষোভকারী ব্যাঘাত সৃষ্টি করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওতে কর্মীদের মেঝেতে বসে প্রস্থান গেটের একটি প্রবেশ পথ অবরোধ করতে ও যাত্রীদেরকে বিক্ষোভকারীদের পাশ কাটিয়ে যেতে দেখা গেছে।
গত সপ্তাহে, দশকের শেষ নাগাদ তেল, কয়লা ও গ্যাস উত্তোলন ও ব্যবহার বন্ধ করে দেয়ার জন্য আন্তর্জাতিক চুক্তিতে সরকারগুলির স্বাক্ষর দাবি করে ইউরোপজুড়ে বিমানবন্দরে বিক্ষোভ করা হয়েছে। জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়াতে বিক্ষোভের সাথে সাথে লন্ডন হিথ্রো বিমানবন্দরে বিঘ্ন ঘটানোর পরিকল্পনার জন্য ১০ জন জাস্ট স্টপ অয়েল (জেএসও) সমর্থককে গ্রেফতার করা হয়।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা