১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পারিবারিক ছবি এডিট করার জন্য ক্ষমা চাইলেন প্রিন্সেস কেট

পারিবারিক ছবি এডিট করার জন্য ক্ষমা চাইলেন প্রিন্সেস কেট - ছবি : সংগৃহীত

প্রিন্সেস অফ ওয়েলস কেট সোমবার প্রাসাদ থেকে প্রকাশিত একটি পারিবারিক ছবি সম্পাদনা করার কারণে সৃষ্ট 'বিভ্রান্তির' জন্য ক্ষমা চেয়েছেন। এটি ছিল কেট ও তার সন্তানদের একটি ছবি। তার স্বাস্থ্য-সম্পর্কিত উদ্বেগ ও জল্পনাকে শান্ত করার উদ্দেশ্যে এটি প্রকাশ করা হয়েছিল তবে এটি বিপরীত প্রভাব ফেলে।

এপিসহ বেশ কয়েকটি সংবাদ সংস্থা যারা প্রাথমিকভাবে ছবিটি প্রকাশ করেছিল। তারা ডিজিটাল কারসাজি-সংক্রান্ত উদ্বেগের কারণে ছবিটি প্রত্যাহার করে নিয়েছিল। ব্রিটেনে মা দিবস উপলক্ষে রোববার কেনসিংটন প্যালেস অফিস থেকে এই দম্পতির ছবি প্রকাশ করা হয়। প্রায় দুই মাস আগে পেটে অস্ত্রোপচারের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক ছবি।

কেটের অপারেশন এবং সুস্থতা নিয়ে ইতোমধ্যে অনলাইনে যে জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছিল তাতে ছবিটি আগুনে ঘি ঢালার কাজ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে কেইট বলেছেন, 'অনেক শখের ফটোগ্রাফারের মতো আমি মাঝে মাঝে সম্পাদনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি।'

ওই পোস্টে বলা হয়, 'গতকাল আমরা যে পারিবারিক ছবি শেয়ার করেছি, তার কারণে সৃষ্ট যেকোনো ধরনের বিভ্রান্তির জন্য আমি ক্ষমা চাইছি।'

কেনসিংটন প্যালেস জানিয়েছে, সর্বসাম্প্রতিক ছবিটি উইলিয়াম তুলেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় কেইট বলেন, 'গত দুই মাস ধরে আপনাদের শুভেচ্ছা ও অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।'

যদিও ছবিটি সাজানো ছিল এমন কোনো ইঙ্গিত ছিল না, তবে এপি ছবিটি প্রত্যাহার করে নিয়েছিল। কারণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে, উৎসে এমনভাবে ছবিটি পরিবর্তন করা হয়েছে যা এপির ছবির মানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। উদাহরণস্বরূপ, ছবিটিতে প্রিন্সেস শার্লটের বাম হাতের বিন্যাসে অসঙ্গতি দেখা যায়।

রোববার গেটি, রয়টার্স ও এএফপিসহ অন্যান্য বড় সংবাদ সংস্থাও একই কাজ করেছে।

সোমবার কেটের বিবৃতি প্রকাশের কিছুক্ষণ আগে ব্রিটেনের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছিল, তারাও একই পথে হাঁটছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা

সকল