উত্তর আয়ারল্যান্ড প্রশ্নে যুক্তরাজ্য-ইইউ নতুন চুক্তি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৯, আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫০
উত্তর আয়ারল্যঅন্ড প্রশ্নে দীর্ঘ দিনের বাণিজ্য বিরোধ দূর করতে যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) বেক্সিট-পরবর্তী চুক্তিতে সই করেছে।
সোমবার ইংল্যান্ডের উইন্ডসরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও ইউরোপিয়ান কমিশন, ইইউর সভাপতি উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার পর এই চুক্তি হয়।
ব্রিটিশ প্রদেশ উত্তর আয়ারল্যান্ড এবং ইইউর সদস্য দেশ আয়ারল্যান্ডের সাথে থাকা এর উন্মুক্ত সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে ২০২০ সালের বেক্সিট-পরবর্তী সমঝোতার ফলে সৃষ্ট উত্তেজনা প্রশমিত করতে এই চুক্তি করা হয়েছে।
তবে এই চুক্তি উত্তর আয়ারল্যান্ডের রাজনৈতিক অচলাবস্থা এবং ব্রিটেন ও প্রদেশটির সমালোচকদের সন্তুষ্ট করতে পারে কিনা তা দেখার বিষয়।
উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টি আঞ্চলিক ক্ষমতা ভাগাভাগির সরকার বয়কট করে আসছে। তারা জানাচ্ছে, বাণিজ্য সমঝোতা ব্যাপকভাবে পরিবর্তন না হলে তারা সরকারে ফিরবে না।
নতুন চুক্তিতে যুক্তরাজ্যের বাকি অংশ থেকে উত্তর আয়ারল্যান্ডে মালামাল প্রবেশে সরাসরি পরীক্ষা শিথিল করবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : আল জাজিরা