১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৯০ বছর বয়সী বিস্ময়কর ট্রাকচালক

ব্রাইন উইলসন - ছবি : সংগৃহীত

ব্রিটেনের সবচেয়ে বেশি বয়সী ড্রাইভারের বয়স ৯০ বছর। এখনো প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করেন তিনি এবং আগামী এক বছরের মধ্যে তার অবসরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

ওই ড্রাইভারের নাম ব্রাইন উইলসন। ১৯৫৩ সাল থেকে তিনি তেলবাহী ট্রাক চালানো শুরু করেন। সেদিন থেকে এখন ৭০ বছর পরও প্রতিদিন ভোর ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একই কাজ করে যাচ্ছেন উইলসন।

ব্রিটেনে বর্তমান তার চলাচল নিউক্যাসল, বার্মিংহাম এবং অন্যান্য আরো বেশ কিছু জায়গায়।

প্রতিবছর উইলসনদের একটি স্বাস্থ্য পরীক্ষা দিতে হয়। সেখানে উত্তীর্ণ হলেই পরের এক বছরের জন্য গাড়ি চালানোর অনুমতি মেলে।

গত দুই বছরে পর পর দুইবার স্বাস্থ্য পরীক্ষায় পাস করার পর তিনি সংকল্প করেন- অন্তত আরো এক বছর এই পেশায় থাকবেন।

উইলসন জানান, এখনো নিজেকে ফিট মনে করেন তিনি এবং এ কাজে তিনি বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করেন।

তিনি যে কোম্পানিতে কাজ করেন, ওটা তার বাবর হাতে প্রতিষ্ঠিত। বাবার মৃত্যুর পর থেকে গত ৭০ বছর তিনিই তা পরিচালনা করছেন।

সাউথ ইয়র্কশায়ারের বৃদ্ধ ড্রাইভার ব্রাইন উইলসন শুরুর দিকে প্রতিবছর কয়েক লাখ মাইল ড্রাইভিং করতেন কিন্তু এখন দিনে দেড় শ’ মাইলেই সন্তুষ্ট থাকেন।

তার ইচ্ছা- ২০২৪ সালে অবসরে যাবেন। এরপর ৮৯ বছর বয়সী স্ত্রীকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে বের হবেন। স্ত্রীর সাথে তার পরিচয়, যখন তার বয়স মাত্র ১২ বছর। বিয়ে করেন ২১ বছর বয়সে।

খুব শিগগিরই তাদের বিয়ের ৭০ বছর পূর্ণ হবে। আর মার্চে ব্রাইনের বয়স হবে ৯১ বছর।

দীর্ঘ ড্রাইভারি জীবনে তিনি কখনো দুর্ঘটনার শিকার হননি এবং ছুটিও নেননি। তবে একবার পা ভাঙার কারণে ৭ সপ্তাহ বিশ্রামে গিয়েছিলেন উইলসন।

সূত্র : জিও নিউজ


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক দেশকে উন্নত ও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, ফিরে আসার সুযোগ নেই : সোহেল আমাদের সংবিধান ও পার্বত্য শান্তিচুক্তি

সকল