২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৯০ বছর বয়সী বিস্ময়কর ট্রাকচালক

ব্রাইন উইলসন - ছবি : সংগৃহীত

ব্রিটেনের সবচেয়ে বেশি বয়সী ড্রাইভারের বয়স ৯০ বছর। এখনো প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করেন তিনি এবং আগামী এক বছরের মধ্যে তার অবসরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

ওই ড্রাইভারের নাম ব্রাইন উইলসন। ১৯৫৩ সাল থেকে তিনি তেলবাহী ট্রাক চালানো শুরু করেন। সেদিন থেকে এখন ৭০ বছর পরও প্রতিদিন ভোর ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একই কাজ করে যাচ্ছেন উইলসন।

ব্রিটেনে বর্তমান তার চলাচল নিউক্যাসল, বার্মিংহাম এবং অন্যান্য আরো বেশ কিছু জায়গায়।

প্রতিবছর উইলসনদের একটি স্বাস্থ্য পরীক্ষা দিতে হয়। সেখানে উত্তীর্ণ হলেই পরের এক বছরের জন্য গাড়ি চালানোর অনুমতি মেলে।

গত দুই বছরে পর পর দুইবার স্বাস্থ্য পরীক্ষায় পাস করার পর তিনি সংকল্প করেন- অন্তত আরো এক বছর এই পেশায় থাকবেন।

উইলসন জানান, এখনো নিজেকে ফিট মনে করেন তিনি এবং এ কাজে তিনি বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করেন।

তিনি যে কোম্পানিতে কাজ করেন, ওটা তার বাবর হাতে প্রতিষ্ঠিত। বাবার মৃত্যুর পর থেকে গত ৭০ বছর তিনিই তা পরিচালনা করছেন।

সাউথ ইয়র্কশায়ারের বৃদ্ধ ড্রাইভার ব্রাইন উইলসন শুরুর দিকে প্রতিবছর কয়েক লাখ মাইল ড্রাইভিং করতেন কিন্তু এখন দিনে দেড় শ’ মাইলেই সন্তুষ্ট থাকেন।

তার ইচ্ছা- ২০২৪ সালে অবসরে যাবেন। এরপর ৮৯ বছর বয়সী স্ত্রীকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে বের হবেন। স্ত্রীর সাথে তার পরিচয়, যখন তার বয়স মাত্র ১২ বছর। বিয়ে করেন ২১ বছর বয়সে।

খুব শিগগিরই তাদের বিয়ের ৭০ বছর পূর্ণ হবে। আর মার্চে ব্রাইনের বয়স হবে ৯১ বছর।

দীর্ঘ ড্রাইভারি জীবনে তিনি কখনো দুর্ঘটনার শিকার হননি এবং ছুটিও নেননি। তবে একবার পা ভাঙার কারণে ৭ সপ্তাহ বিশ্রামে গিয়েছিলেন উইলসন।

সূত্র : জিও নিউজ


আরো সংবাদ



premium cement
‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি : জাতীয় নাগরিক কমিটি ‘ব্যাটারিচালিত রিকশা লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনা হবে’ ঐক্যবব্ধভাবে জুলুম-নির্যাতনকারীদের প্রতিরোধ করতে হবে : অধ্যাপক মুজিবুর বাউফলের ধানদী কামিল মাদরাসা সুবর্ণজয়ন্তী উদযাপন পুঁজিবাজারে অস্থিরতায় রেগুলেটরদের দুষলেন অর্থ উপদেষ্টা ইসলাম নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে : হাসান সরকার ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪১ মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু চট্টগ্রামে ইয়াবাসহ প্রেমিক যুগল গ্রেফতার রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ সাংবাদিক তুরাব হত্যায় সুবিচার পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করব : আইজিপি

সকল