০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

টানা ৪১১ দিন করোনায় আক্রান্ত! অবশেষে সুস্থ

টানা ৪১১ দিন করোনায় আক্রান্ত! অবশেষে সুস্থ - ছবি : হিন্দুস্তান টাইমস

এক সপ্তাহের কোভিডেই সাংঘাতিক ভোগান্তি। যাদের করোনা হয়েছিল, তারাই বোঝেন সেই কষ্ট। ভাবুন তো, টানা ৪১১ দিন ধরেই যদি কারো কোভিড থাকে? অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমনটা হয়েছে। ব্রিটেনের ৫৯ বছর বয়সী এক ব্যক্তি সেই ভুক্তভোগী। টানা ৪১১ দিন করোনায় ভুগেছেন তিনি। তবে সৌভাগ্যবশত শেষ পর্যন্ত তিনি সুস্থ হয়ে উঠেছেন।

স্কাই নিউজের এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে।

২০২০ সালের ডিসেম্বর। ব্রিটেনে তখন করোনা তুঙ্গে। এমন সময়েই পজিটিভ হন ওই ব্যক্তি। এদিকে তার সদ্য কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার হয়েছিল। আর সেই কারণে শরীর বেশ দুর্বল ছিল। এর মধ্যেই করোনা সংক্রমণ হয় তার।

যদিও তার সেভাবে কোনো উপসর্গ ছিল না। উপসর্গের মাত্রা তুলনামূলকভাবে কমই ছিল। ২০২২ সালের জানুয়ারিতে শেষবার তার পজিটিভ রিপোর্ট আসে। তার এই পরিস্থিতি সারা বিশ্বে গবেষণার বিষয় হয়ে দাঁড়ায়। এমনভাবে চলতে চলতে কার্যত আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত বোধ হয় তার উপর প্রকৃতির দয়া হয়েছে। নেগেটিভ রিপোর্ট এসেছে তার।

লন্ডনের গাইস এবং সেন্ট থমাস হাসপাতালের চিকিৎসকরা স্কাই নিউজকে বলেন, এমন এত দীর্ঘমেয়াদী কোভিড এবং তার থেকে সুস্থ হওয়ার আর কোনো ঘটনা আছে কিনা, তা তাদের জানা নেই।

জেনেটিক বিশ্লেষণ ব্যবহার করে চিকিৎসকরা দেখেন, তার শরীরে মূল উহান স্ট্রেনেরই একটি প্রাথমিক রূপের সংক্রমণ হয়েছিল। ইনডিপেনডেন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের চিকিৎসা বিশেষজ্ঞরা এই প্রাথমিক ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকর এক অ্যান্টিবডির মিশ্রণ প্রয়োগ করে তাকে শেষ পর্যন্ত সুস্থ করতে সক্ষম হন। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত এমনিতে এই ধরনের চিকিৎসা এখন আর কাজ করবে না।

ক্রমাগত সংক্রমণের ঘটনা যদিও নতুন নয়। এই জাতীয় সংক্রমণে রোগীদের কয়েক মাস বা তারও বেশি সময় ধরে উপসর্গ প্রদর্শন করতে পারে, তবে ইতিবাচক পরিক্ষা করে না। এটি দীর্ঘমেয়াদী কোভিড থেকে আলাদা।

ব্রিটেনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আনুমানিক ২১ লাখ ব্যক্তি, যা কিনা জনসংখ্যার তিন দশমিক তিন শতাংশ এই দীর্ঘ কোভিডের শিকার হয়েছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল