ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ অক্টোবর ২০২২, ১৬:৫৭, আপডেট: ২৫ অক্টোবর ২০২২, ১৭:৪২
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। দেশটির রাজা চার্লস ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন।
মঙ্গলবার সুনাক প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হিসেবে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করেন।
এর আগে তার পূর্বসূরী লিজ ট্রাস পদত্যাগ করেন।
৪২ বছর বয়সী সুনাক হলেন এক বছরের মধ্যে ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী এবং গত দুই শতাব্দীর মধ্যে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী।
অবিলম্বে তিনি একটি মন্ত্রিসভা গঠন করবেন এবং মন্দার দিকে ধাবিত অর্থনীতিকে পুনরুদ্ধারে অবদান রাখবেন বলে আশা করা হচ্ছে।
সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর প্রথম ভাষণে সুনাক প্রতিশ্রুতি দেন যে তার কাছে রাজনীতির চেয়ে দেশের প্রয়োজনটাই প্রধান্য পাবে।
তিনি বলেন, তিনি ‘প্রয়োজনগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রেখে’ দেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত। বলেন, তিনি এমন একটি সরকার গড়বেন যা ‘দলের সেরা প্রতিনিধিত্ব করবে।’
সূত্র : বিবিসি, এপি