ব্রিটেনে জনসন-সুনাকের বৈঠক
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ অক্টোবর ২০২২, ১৩:২০, আপডেট: ২৩ অক্টোবর ২০২২, ১৩:২১
ব্রিটেনে কনজারভেটিভ দলের দুই প্রতিদ্বন্দ্বী বরিস জনসন ও ঋষি সুনাক শনিবার মুখোমুখি বৈঠক করেছেন। একাধিক সূত্র এ খবর জানিয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী ও শাসক দল কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে উভয়ই শরিক হচ্ছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো কারো পক্ষ থেকেই আসেনি। বিবিসি ও সানডে টাইমসের খবরে এ কথা বলা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। তবে নেতৃত্বের দৌড়ে জনসনের চেয়ে সুনাক এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে।
উল্লেখ্য, সরকারের অর্থনৈতিক নীতি ও কর্মসূচি নিয়ে নজিরবিহীন তোলপাড়ের পরিপ্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস সম্প্রতি পদত্যাগ করেন। তবে তার স্থলাভিষিক্ত কেউ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন বলে ঘোষণা দেন।
ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে লিজ ট্রাস হচ্ছেন সবচেয়ে স্বল্পস্থায়ী প্রধানমন্ত্রী। তিনি মাত্র ৪৫ দিন ক্ষমতায় ছিলেন।