ব্রিটিশ রানীর স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা ‘উদ্বিগ্ন’
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৭, আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২, ২০:২৮
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন চিকিৎসকরা। তাই তাকে চিকিৎসা তত্ত্বাবধানে রাখার পরামর্শ দিয়েছেন। বাকিংহাম প্যালেস এ কথা জানিয়েছে।
৯৬ বছর বয়সী রানী তার পৃভি কাউন্সিলের সাথে একটি বৈঠক বাতিল করার এক দিন পর বৃহস্পতিবার এ ঘোষণা দেয়া হলো। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেছিলেন।
প্যালেস সূত্র জানিয়েছে, রানী ‘স্বস্তিকর’ অবস্থায়ই ছিলেন। তিনি এখনো স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে আছেন। ব্রিটিশ রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স চার্লসসহ রানীর পরিবারের সদস্যরা দ্রুত সেখানে গিয়েছেন।
ব্রিটেনের সবচেয়ে বেশি দিন রাজত্বকারী এবং বিশ্বের সবচেয়ে বয়সী রানী গত বছরের শেষ দিক থেকে ‘এপিসোডিক মোবিলিটি সমস্যায়’ ভুগছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।
এক বিবৃতিতে প্যালেস বলেছে, ‘রানীকে পর্যবেক্ষণ করে তার চিকিৎসকরা তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তাকে চিকিৎসা পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন।’
সূত্র : আলজাজিরা