লাদেনের পরিবার থেকে ১০ লাখ পাউন্ড অনুদান নিয়েছিলেন প্রিন্স চার্লস
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ আগস্ট ২০২২, ১৪:২৬, আপডেট: ০১ আগস্ট ২০২২, ১৬:২৯
ব্রিটেনের যুবরাজ প্রিন্স চার্লস আল-কায়দা নেতা ওসামা বিন লাদেনের পরিবারের কাছ থেকে তার দাতব্য সংস্থার নামে ১০ লাখ পাউন্ড অনুদান নিয়েছিলেন। ‘সানডে টাইমস’ এ সংক্রান্ত একটি রিপোর্ট রোববার প্রকাশ করেছে বলে এএফপি জানিয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ২০১৩ সালে মার্কিন অভিযানে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর তার দুই সৎ ভাই চার্লসের পিডব্লিউসিএফ দাতব্য সংস্থাকে এই অনুদান দিয়েছিলেন।
গত জুলাই মাসে কাতারের ধনকুবের ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানির কাছ থেকে চার্লসের দাতব্য সংস্থার জন্য ব্রিফকেস ভরে নগদ ইউরো অনুদান নেয়ার খবর নিয়ে বিতর্ক চলার মধ্যে লাদেনের পরিবারের কাছ থেকেও তার অনুদান গ্রহণের খবর ফাঁস হয়ে যায়।
এই ব্যাপারে লন্ডনে প্রিন্স চার্লসের বাসভবন ক্লারেন্স হাউসের পক্ষ থেকে এএফপি’কে বলা হয়েছিল, পিডব্লিউসিএফ ‘যথাযথ নিয়ম অনুসরন করে’ সংস্থার ট্রাস্টিরা ওই অর্থ গ্রহণ করার সিদ্ধান্ত নেয়।
বিষয়টিকে অতিরঞ্জিত করে প্রকাশ করা ভুল হবে।