১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউক্রেনে অত্যাধুনিক রকেট পাঠাচ্ছে ব্রিটেন

ইউক্রেনে অত্যাধুনিক রকেট পাঠাচ্ছে ব্রিটেন - ছবি : সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় রাশিয়ার অগ্রাভিযান ঠেকাতে ব্রিটেন অত্যাধুনিক রকেট সিস্টেম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেনের সমর্থনে অস্ত্র পাঠানোর ব্যাপারে পশ্চিমা দেশগুলোকে মস্কো আগেই সতর্ক করে বলেছে, যুদ্ধের আগুনে যেন তারা ঘি না ঢালে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানান, রাশিয়ার অগ্রাভিযানকে বাধাগ্রস্ত করতে ইউক্রেনের কাছে তারা এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম পাঠাবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই উন্নতমানের রকেট ৫০ মাইল বা ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের অনুরোধের পর তারা এই অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে। এই রকেট সিস্টেমকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী অত্যন্ত কার্যকর বলে উল্লেখ করেন।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সাম্প্রতি ইউক্রেন যে রকেট সিস্টেম পাঠানোর ঘোষণা দিয়েছে তার সাথে সমন্বয় করে ব্রিটিশ সরকার এই উন্নতমানের রকেট সিস্টেম পাঠাতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ব্রিটেনের এ রকম সিস্টেম চালানোর প্রশিক্ষণ দিতে ব্রিটিশ সরকার ইউক্রেনে সামরিক বিশেষজ্ঞ পাঠাবে।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement