১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিংহাসনে রানি এলিজাবেথের ৭০ বছর

সিংহাসনে রানি এলিজাবেথের ৭০ বছর - ছবি : সংগ্রহ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্ণ হয়েছে এ বছর। সিংহাসনে তার সত্তর বছরপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার থেকে যুক্তরাজ্য এবং কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে নানা অনুষ্ঠান হচ্ছে।

ব্রিটেনের ইতিহাসে এটি এক নজিরবিহীন দিন, কারণ ৯৬-বছর বয়স্ক রাণী এলিজাবেথ ১৯৫২ সাল থেকে এ পর্যন্ত একটানা ৭০ বছর ধরে সিংহাসনে আসীন রয়েছেন।

দেশটিতে রাজতন্ত্রের বহু শতাব্দী দীর্ঘ ইতিহাসে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে অধিষ্ঠিত থেকেছেন।

এ উপলক্ষে ব্রিটেনে এবং কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে চার দিন ধরে নানা অনুষ্ঠান হচ্ছে।

ব্রিটেনে দিনের অনুষ্ঠানমালা শুরু হয় ট্রুপিং দ্য কালার নামের এক ঐতিহ্যবাহী সামরিক প্যারেড দিয়ে।

এতে ১,২০০ সৈন্য, ২০০ ঘোড়া এবং সেনাবাহিনীর শত শত বাদ্য-যন্ত্রশিল্পী অংশ নিচ্ছেন।

এছাড়াও লন্ডনের বাকিংহাম প্রাসাদের ওপর দিয়ে যুদ্ধবিমানের ফ্লাইপাস্টের সময় রানি ও রাজপরিবারের অন্যান্য সদস্যরা প্রাসাদের বারান্দায় উপস্থিত হবেন।

সন্ধ্যায় ব্রিটেনের বিভিন্ন শহর ও কমনওয়েলথ দেশগুলোর রাজধানীতে মশাল প্রজ্বলনের মত আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সামোয়া ও টোঙ্গা থেকে মশাল প্রজ্বলন শুরু হবে এবং শেষ হবে ১৯ ঘণ্টা পর দক্ষিণ আমেরিকার বেলিজে।

প্লাটিনাম জুবিলীর অনুষ্ঠান দেখতে লন্ডন শহরে পৃথিবীর বহু দেশ থেকে হাজার হাজার পর্যটকের ভিড় জমেছে।

তাছাড়া, যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ ঐতিহ্যবাহী রীতিতে রাস্তার ওপর টেবিল পেতে পার্টি করে রানি এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি উদযাপন করবেন।

এসব অনুষ্ঠান উদযাপনের জন্য রানি এলিজাবেথ এক বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তার প্রতি দেখানো এ শুভেচ্ছায় তিনি অনুপ্রাণিত বোধ করছেন।

এ উপলক্ষে বার্তা পাঠিয়ে রানিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
যারা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে তাদের পরিণতি ভালো হয়নি : রুমিন ফারহানা শৃঙ্খলাভঙ্গের দায়ে সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ বিজয় দিবসে আখাউড়ায় বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর শুভেচ্ছা বিনিময় যেভাবে আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী ‘বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন’ জবাবদিহির সরকার ও কার্যকর সংসদ জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে : তারেক রহমান আনন্দমুখর পরিবেশে বশেমুরকৃবি’তে মহান বিজয় দিবস উদযাপিত সিরিয়ার কয়েকটি শহরের পানি ও বিদ্যুৎ লাইন কেটে দিলো ইসরাইল ‘মুক্তিযোদ্ধারা আওয়ামী বিরোধী হলে তাকেও রাজাকার আখ্যা দেয়া হতো’ সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার ওপর চাপ, ইসরাইলকে আরব দেশগুলোর নিন্দা ২৩ ডিসেম্বর ভারতজুড়ে বিক্ষোভের ডাক কৃষকদের

সকল