১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাশ্মীরি নারীর ইংল্যান্ড জয়

ইংল্যান্ডের টেমসাইডে প্রথম মুসলিম নারী ডেপুটি মেয়র তাফহিম শরিফ। - ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের টেমসাইড শহরের প্রথম মুসলিম নারী ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত তাফহিম শরিফ।

শনিবার এক্সপ্রেস নিউজ এই তথ্য জানায়। তাফহিম শরিফ লিবার পার্টি থেকে মেয়র নির্বাচিত হলেন। এর আগে ২০১২ সালে তিনি সবচেয়ে কম বয়সী তরুণ কাউন্সিলর নির্বাচিত হওয়ারও গৌরব অর্জন করেন।

শিক্ষাজীবন থেকেই তাফহিম শরিফ রাজনীতির সাথে জড়িত। তারই পুরস্কার পেলেন এত কম বয়সে কাউন্সিলর ও মেয়র নির্বাচিত হয়ে।

তাফহিম শরিফের আদি নিবাস পাকিস্তানের কাশ্মীরে। মেয়র নির্বাচিত হওয়ার পর তার মাতৃভূমি নিয়ে কথা বলেছেন তিনি। তার মতে- কাশ্মীর সঙ্কট মানব সহানুভূতির সাথে সম্পৃক্ত এবং এই সঙ্কটের দ্রুত সমাধান দরকার।

তিনি আরো বলেন, কাশ্মীর ইস্যু উপেক্ষা করার মতো বিষয় নয়। এটি সমাধানে আমাদের সবার ভূমিকা রাখতে হবে। আমি প্রতিটি ফোরামেই কাশ্মীর ইস্যুতে কথা বলব।

সূত্র : এক্সপ্রেস নিউজ ও ডেইলি জং


আরো সংবাদ



premium cement

সকল