০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ব্রিটেনের রাণীর বাড়ির সামনে থেকে অস্ত্রসহ যুবক আটক

উইন্ডসর ক্যাসেলে রাণীর বাড়ি - ছবি : নয়া দিগন্ত

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের বাসস্থান উইন্ডসর ক্যাসেলের সামনে থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত ২৫ ডিসেম্বর সকালে সবাই যখন ব্যস্ত বড়দিনের আনুষ্ঠানিকতা নিয়ে, সে সময় রাণীর বাড়ির সুরক্ষিত স্থান দিয়ে অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন ওই যুবক।

থেমস ভেলি ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বার্কশায়ারের ক্যাসেলের সামনে থেকে সকাল সাড়ে আটটার দিকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ১৯ বছরের ওই যুবক সাউথাম্পটনের বাসিন্দা বলে উল্লেখ আছে ব্রিটেনের সরকারী নথিতে। তবে তার সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানায়নি পুলিশ।

সাধারণত বাকিংহাম রাজপ্রাসাদে বড়দিন পালন করেন রাণী এলিজাবেথ। তবে এ বছর উইন্সর ক্যাসেলে বড়দিন উদযাপন করছেন তিনি।

বিষয়টি নিয়ে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতার যুবকের বিষয়ে তদন্ত চলছে। মেট্রোপলিটন পুলিশের সাথে যৌথভাবে এ তদন্ত কাজ চালানো হবে।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকাটির অধিবাসীরা। বিষয়টি নিয়ে রাজ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রাণীর বাড়ির চারপাশে আইন-শৃঙ্খলা বাড়ানো হয়েছে। তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

এদিকে বড়দিনের সকাল থেকেই রাণীর প্রাসাদের সেন্ট জর্জ চ্যাপেলে ‘ক্রিসমাস’ পালন করতে দেখা যায় রাজ পরিবারের অন্য সদস্যদের।

স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর পর এবারই প্রথম একাকী ক্রিসমাস পালন করছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। এ আয়োজনকে ঘিরে ফিলিপের উদ্দেশ্যে বার্তা প্রদান করেছেন রাণী। তাতে তিনি স্বামীর উদ্দেশ্যে বলেন, ক্রিসমাস সেইসব মানুষদের জন্য কঠিন যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে। যা এ বছর তিনি বুঝতে পারছেন। এমন উৎসবের দিনে তিনি প্রতিনিয়ত ফিলিপের অস্তিত্ব টের পাচ্ছেন।

অন্যদিকে রাণীর নিরাপত্তা বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে মেট্রোপলিটন পুলিশ। বলা হয়েছে, গত এক বছরে বাকিংহাম প্যালেসের সামনে থেকে সন্দেহভাজন ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে চারজন আইন-শৃঙ্খলার বিধি ভেঙে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। তিনজনকে গ্রেফতার করা হয়েছে রাজপ্রাসাদের বাইরে রাণীর সম্পদ নষ্ট করার অভিযোগে। দুইজনের কাছে ছুরি ও ব্লেড পাওয়া গিয়েছে। আর বাকিদের আটক করা হয় ড্রাইভিং আইন লঙ্ঘনের জন্য।


আরো সংবাদ



premium cement