ব্রিটেনে বিশ্ববিদ্যালয়ে ইসরাইলি রাষ্ট্রদূতের বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ নভেম্বর ২০২১, ১৩:৫৫, আপডেট: ১১ নভেম্বর ২০২১, ১৪:২৯
ব্রিটেনের লন্ডন স্কুল অব ইকোনোমিকস (এলএসই) বিশ্ববিদ্যালয়ে দেশটিতে ইসরাইলের রাষ্ট্রদূতের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাতে এলএসিই স্টুডেন্ট ইউনিয়নের আয়োজিত 'ইসরাইল ও ফিলিস্তিনের পরিপ্রেক্ষিত' শিরোনামে এক বিতর্কে ইসরাইলি রাষ্ট্রদূত জিপি হোটোভ্যালি অংশ নিতে এলে তার বিরুদ্ধে এই বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রতিবাদে কঠোর পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ছাড়েন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এলএসই ক্যাম্পাসে অনুষ্ঠানস্থল থেকে হোটোভ্যালিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরিয়ে নিয়ে গাড়িতে তুলছেন। অপরদিকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা পুলিশ বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে 'আপনার জন্য লজ্জা' ও 'ইসরাইল সন্ত্রাসী রাষ্ট্র' বলে স্লোগান দেয়।