১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুহাম্মদ ব্রিটেনের শিশুদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম

ব্রিটেনের লন্ডন শহর - ছবি : সংগৃহীত

ব্রিটেনে নতুন জন্মানো শিশুদের মধ্যে মুহাম্মদ অন্যতম জনপ্রিয় নাম। ২০২০ সালে ব্রিটেনের ইংল্যান্ড ও ওয়েলস প্রদেশে সদ্য জন্মানো ছেলে শিশুদের নামের নিবন্ধন থেকে এসব তথ্য জানা গেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস)। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে খালিজ টাইমস।

ব্রিটেনের শিশুদের মধ্যে মুহাম্মদ হলো পঞ্চম জনপ্রিয় নাম। অপর দিকে এ মুহাম্মদ নামের ভিন্ন উচ্চারণ মোহাম্মেদ ও মোহাম্মদ হলো ব্রিটেনের এক শ’ জনপ্রিয় নামের মধ্যে ৩২তম ও ৭৪তম অবস্থানে থাকা নাম।

পরিসংখ্যান অনুসারে মুহাম্মদ নামটি লন্ডন, উত্তর-পশ্চিম ইংল্যান্ড, ইয়র্কশায়ার অ্যান্ড হাম্বার ও পশ্চিম মিডল্যান্ডস অঞ্চলে অন্যতম জনপ্রিয় নাম। এ পরিসংখ্যানের মাধ্যমে ব্রিটেনে এশিয়ানদের সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়।

ব্রিটেনের ইংল্যান্ড ও ওয়েলস প্রদেশে জন্মানো ৩৭১০ ছেলে শিশুর নাম মুহাম্মদ। এছাড়া ১৬১৫ শিশুর নাম মোহাম্মেদ এবং ৭৫১ শিশুর নাম মোহাম্মদ রাখা হয়েছে।

ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য মতে, ব্রিটেনের ছেলে শিশুদের মধ্যে শীর্ষ দশ জনপ্রিয় নাম হলো, অলিভার, জর্জ, আর্থার, নোয়া, মুহাম্মদ, লিও, অস্কার, হ্যারি, আর্চি ও জ্যাক।

সূত্র : খালিজ টাইমস


আরো সংবাদ



premium cement