১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লন্ডনে অন্য স্কুলশিশুদের সামনে ছুরিকাঘাতে হত্যা করা হলো হজরত ওয়ালিকে

রাগবি খেলার মাঠে ওয়ালিকে হত্যা করা হয়। - ছবি : ডেইলি মেইল

লন্ডনের একটি মাঠে খেলারত একদল স্কুলশিশুর সামনেই ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে আফগান শরণার্থী হজরত ওয়ালিকে।

রিচমন্ড আপন টেমস কলেজের ছাত্র ১৮ বছর বয়সী ওয়ালি টুইকেনহামের ক্রেনফোর্ড ওয়েতে এ হত্যাকাণ্ডের শিকার হয়।

দুই বছর আগে ব্রিটেনে যাওয়া ওয়ালি মঙ্গলবার যে মাঠে হত্যার শিকার হয় সেখানে অন্য শিশুরা রাগবি খেলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলটির একজন শিক্ষক ঘটনার পর ওয়ালিকে বাঁচাতে প্রাণান্ত চেষ্টা করলেও, হাসপাতালে নেয়ার পরই মারা যায় সে।

পুলিশ জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা ব্যাপারটি মোবাইল ফোনে ভিডিও করে রাখে, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওয়ালির একজন স্বজন জানিয়েছেন, খুব ভালো একটি বালক ছিল ওয়ালি।

তার একজন আত্মীয় জানিয়েছেন, লন্ডনে ওয়ালি একাই বাস করছিল। তার পরিবার সম্প্রতি আফগানিস্তানে ফিরে যায়।

এদিকে, পুলিশ এ ঘটনার ব্যাপারে তথ্য চেয়েছে এবং ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে না ছড়াতে আহ্বান জানিয়েছে।

সূত্র : ডেইলি মেইল


আরো সংবাদ



premium cement